ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেন্টমার্টিনে ট্রলারডুবি

৯ রোহিঙ্গার লাশ স্বজনদের কাছে হস্তান্তর

প্রকাশিত: ১১:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২০

৯ রোহিঙ্গার লাশ স্বজনদের কাছে হস্তান্তর

জনকণ্ঠ ডেস্ক ॥ কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে ট্রলার ডুবে নিহত ১৫ রোহিঙ্গার মধ্যে নয়জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নয় রোহিঙ্গার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার দাশ জানান। খবর বিডিনিউজের। তিনি বলেন, ‘টেকনাফের সেন্টমার্টিনে সাগরে ট্রলার ডুবির ঘটনায় মৃত উদ্ধার হওয়া ১৫ জনের লাশ বুধবার কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে নিহতদের স্বজনরা তাদের মধ্যে নয় জনের পরিচয় শনাক্ত করেছে। পরিচয় শনাক্ত না হওয়া অন্যদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ মঙ্গলবার ভোর রাতে টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে মালয়েশিয়াগামী ১৩৮ জন রোহিঙ্গাদের নিয়ে একটি ট্রলার ডুবে যায়।
×