ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে ২০ চীনা নাগরিকই সুস্থ

প্রকাশিত: ১১:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২০

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে ২০ চীনা নাগরিকই সুস্থ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ১৩ ফেব্রুয়ারি ॥ কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র নিয়ন্ত্রণে (কোয়ারেন্টাইন) থাকা ২০ চীনা নাগরিক সবাই সুস্থ রয়েছেন। ১৬ ফেব্রুয়ারি থেকে তারা কাজে যোগ দিতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে এদের স্বাস্থ্য পরীক্ষাসহ সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তাপ বিদ্যুত কেন্দ্রের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক বাসুদেব কুমার দাস। তার সঙ্গে ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হালদার। করোনাভাইরাস সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাপ বিদ্যুত কেন্দ্রে কর্মরত অপর চীনা নাগরিকদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ প্রদান করেন।
×