ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাসপ্রিত বুমরাহর পতন

প্রকাশিত: ১১:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২০

জাসপ্রিত বুমরাহর পতন

স্পোর্টস রিপোর্টার ॥ জাসপ্রিত বুমরাহ। বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের আতঙ্ক। ইনজুরি কাটিয়ে ফেরা তুখোড় এই পেসার যে এতটা খারাপ করবেন সেটি হয়ত প্রতিপক্ষও অনুমান করেনি। নিউজিল্যান্ড সফরে দীর্ঘ ৩১ বছরে প্রথমবারের মতো তিন বা ততধিক ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। আর সেখানে ক্যারিয়ারে প্রথম কোন দ্বিপক্ষীয় সিরিজে শূন্য হাতে ফিরেছেন বুমরাহ। ফলে ওয়ানডেতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন তিনি। বিস্ময়কর ব্যাপার হলো গত বিশ্বকাপের ফাইনালের পর কোন ওয়ানডে না খেলেও শীর্ষে উঠে গেছেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরে টি২০ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় বুমরাহর। অল্প সময়েই ভারতের বোলিংয়ে সাফল্যের ছাপ রাখতে শুরু করেন গুজরাটের গতিতারকা। দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে সাদা বলের ক্রিকেটে শক্ত ভিত গড়লেও টেস্ট ক্যারিয়ারের প্রথম বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১২ ম্যাচে নেন ৬২ উইকেট। টি২০তে ৫০ ম্যাচ খেলে ৬.৬৬ ইকোনমিতে শিকার ৫৯ উইকেট। বুমরাহ নিজের জাত চেনান গত ওয়ানডে বিশ্বকাপে। দলকে সেমিফাইনালে নেয়ার পথে ৯ ম্যাচে নেন ১৮ উইকেট। এরপর দীর্ঘদিন সংস্করণটি থেকে দূরে ছিলেন পিঠের চোটে। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলা হয়নি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরেন, খেললেন নিউজিল্যান্ডেও। চোট কাটিয়ে ফেরার পর ছয়টি ৫০ ওভারের ম্যাচ খেলে নেন মাত্র একটি উইকেট। সর্বশেষ চার ম্যাচ উইকেটশূন্য। নিউজিল্যান্ডে তিন ম্যাচের সিরিজে একটিও উইকেট পাননি বুমরাহ। তাতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন। তারচেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে বোল্ট (৭২৭)। সেরা পাঁচের অন্যরা হলেন মুজিব উর রহমান, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স। নিউজিল্যান্ডে তিন ম্যাচে মাত্র ৭৫ রান করেও অবশ্য ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাননি বিরাট কোহলি। চোটে সিরিজ থেকে ছিটকে যাওয়া রোহিত শর্মা দ্বিতীয় স্থানেই আছেন। নিউজিল্যান্ডের রস টেলর একধাপ এগিয়ে চতুর্থ স্থানে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বেন স্টোকসকে পেছনে ফেলে শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবী। নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম চার ধাপ এগিয়ে চতুর্থ স্থানে।
×