ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয় দিয়েই ডাবলসে ফিরলেন কন্টা

প্রকাশিত: ১১:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২০

জয় দিয়েই ডাবলসে ফিরলেন কন্টা

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই সেন্ট পিটার্সবার্গ লেডিস ট্রফির মিশন শুরু করলেন জোহানা কন্টা। বুধবার শেষ ষোলোর দ্বৈতের ম্যাচে ফ্রান্সের ক্যারোলিন গার্সির সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এই ম্যাচে কন্টা-গার্সিয়া ৬-৩, ৩-৬ এবং ১০-৫ ব্যবধানে পরাজিত করেন জার্মানির ভিভিয়ান হেইসেন এবং ইউক্রেনের ভ্যালেরিয়া স্ট্রাখোভাকে। এদিন মহিলা এককেও কোর্টে নামেন গ্রেট ব্রিটেনের তারকা খেলোয়াড়। যেখানে তার প্রতিপক্ষ ওসানে দোদিন। বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে অবস্থান করছেন কন্টা। নতুন মৌসুমের শুরুটা তার খুব বাজেভাবে হয়েছে এবার। গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান তিনি। তাও আবার অখ্যাত উনস জেবিয়ারের কাছে হেরে। এর আগে ইউএস ওপেনে সর্বশেষ কোর্টে নেমেছিলেন তিনি। অর্থাৎ গত ছয় মাসের মধ্যে মাত্র দুটি একক ম্যাচ খেলেছেন জোহানা কন্টা। তবে জয় দিয়ে ডাবলসের মিশন শুরু করতে পেরে দারুণ খুশি ব্রিটিশ তারকা। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এদিকে আগামী কয়েক সপ্তাহে বেশ কিছু এটিপি টুর্নামেন্ট থাকলেও শীর্ষ ২০ র‌্যাঙ্কিংয়ে থাকা খেলোয়াড়দের মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর তাতেই নতুন রেকর্ডের হাতছানি দিচ্ছে নোভাক জোকোভিচকে। নতুন মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত সার্বিয়ান তারকা। এটিপি কাপ ও অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ টানা ২৭৭ সপ্তাহ ধরে এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছেন। পিট সাম্পাসের রেকর্ড ২৮৬ সপ্তাহ স্পর্শ করতে আর মাত্র ৯ সপ্তাহ বাকি এই সার্বিয়ান তারকার। এই মুহূর্তে অবশ্য জোকোভিচ কিছুদিনের বিশ্রামে রয়েছেন। এই সময়টা পরিবারকে দিচ্ছেন তিনি। দুই সপ্তাহ পর দুবাই ওপেন শুরু হওয়ার আগে সপরিবারে ইতালিতে ছুটি কাটাচ্ছেন জোকোভিচ। স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল শীর্ষ তিনে থাকার আনন্দ ৬০০ সপ্তাহ যাবত উপভোগ করছেন। রজার ফেদেরার এর আগে এই রেকর্ড স্পর্শ করেছিলেন। গত সপ্তাহে রজার ফেদেরারের সঙ্গে কেপটাউন স্টেডিয়ামে একটি চ্যারিটি ম্যাচে প্রায় ৫২ হাজার দর্শকের উপস্থিতিতে খেলেছেন নাদাল। যা কোন টেনিস ম্যাচে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির রেকর্ড গড়েছে। ডোমিনিক থিয়েমের চেয়ে ১০০ পয়েন্ট এগিয়ে এখনও তৃতীয় স্থানে রয়েছেন রজার ফেদেরার। রিও ডি জেনেরিওতে ৫০০ পয়েন্ট অর্জন করতে পারলেই থিয়েম প্রথমবারের মতো ক্যারিয়ারে শীর্ষ তিনে জায়গা করে নিবেন। এই মুহূর্তে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা নোভাক জোকোভিচের পয়েন্ট ৯৭২০। এরপরই রয়েছেন নাদাল। স্প্যানিশ টেনিস তারকার সংগ্রহে ৯৩৯৫ পয়েন্ট। তিনে থাকা রজার ফেদেরারের পয়েন্ট ৭১৩০। চার নম্বরে অবস্থান করা অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমের দখলে ৭০৪৫ পয়েন্ট। এরপর শীর্ষ পাঁচে থাকা ড্যানিল মেদভেদেভের পয়েন্ট হলো ৫৮৯০। গ্রিসের স্টেফানোস সিসিপাস গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন। তার র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট ৪৭৪৫।
×