ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে টেস্ট মিস করছেন উইলিয়ামস

প্রকাশিত: ১১:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশে টেস্ট মিস করছেন উইলিয়ামস

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন বাংলাদেশ সফরে একমাত্র টেস্টে থাকছেন না জিম্বাবুইয়ের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসন। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন অভিজ্ঞ এ ক্রিকেটার। ফলে ২২ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলায় শুরু হতে যাওয়া ওই টেস্টে সফরকারীদের নেতৃত্ব দেবেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ক্রেইগ অরভিন। তবে ১ মার্চ ওয়ানডে সিরিজ শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন উইলিয়ামসন। এদিকে তারিখ ঠিক থাকলেও ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তন করে চট্টগ্রাম থেকে সরিয়ে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকায় ২৬ ফেব্রুয়ারি টেস্ট শেষে ১, ৩ ও ৬ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৯ ও ১১ তারিখ ঢাকায় হবে টি২০ সিরিজ। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখা জিম্বাবুইয়ে টেস্টের আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সাভারের বিকেএসপিতে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলাদেশ সফরের জন্য অবশ্য আগেই দল ঘোষণা করেছিল জিম্বাবুইয়ে ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে ঢাকা টেস্টর দলে জায়গা হয়নি অভিজ্ঞ দুই ক্রিকেটার কাইল জার্ভিস ও তেন্দাই চাতারার। তবে দলে ফিরেছেন করিস এমপুফু। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে চোটে পড়েছেন ৩০ বছর বয়সী কাইল জার্ভিস। রিপোর্ট অনুযায়ী চোট থেকে সেরে ওঠতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে। যার ফলে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ দল ঘোষণার আগেই ছিটকে গেছেন তিনি। জার্ভিস সর্বশেষ বাংলাদেশ সফরে টাইগারদের কম ভোগাননি। দুই টেস্টের সিরিজে পেয়েছিলেন ১০ উইকেট, ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি। ২০১৮ সালের নবেম্বরের পর প্রথমবার বাংলাদেশে খেলবে আফ্রিকান দেশটি। জার্ভিসের অভাব তারা ভালই অনুভব করবে এটা নিশ্চিত। দুই ম্যাচের সেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নেন এ পেসার। সবমিলিয়ে ১৫.৫০ গড়ে ১০ উইকেট নেন জার্ভিস। ওই সফরে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয়টি জেতে বাংলাদেশ, তাতে সিরিজ ড্র হয় ১-১-এ। জার্ভিসের মতো অভিজ্ঞ শন উইলিয়ামসও জিম্বাবুইয়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। দেশের হয়ে ১২ টেস্ট, ১৩১ ওয়ানডে ও ৩৮টি টি২০ ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। মিরপুর টেস্টে তাকেও পাচ্ছে না সফরকারীরা। তাই অধিনায়ক ক্রেইগ অরভিন, ব্যাটসম্যান সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলরদের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। মিরপুর টেস্টের জিম্বাবুইয়ে দল ॥ ক্রেইগ অরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), কেভিন কাসুজা, টিমিসেন মারমা, প্রিন্স মাসাভরে, ক্রিস্টফার এমপুফু, ব্রায়ান মুদজিগানিয়ামা, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতুম্বাই, আইনসলে আনডলোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্ল্টন টিশুমা।
×