ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে দিবারাত্রিতে টেস্ট খেলবে না বাংলাদেশ

প্রকাশিত: ১১:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২০

পাকিস্তানে দিবারাত্রিতে টেস্ট খেলবে না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি দিবারাত্রিতে করার চেষ্টা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাতে রাজি নয়। আর তাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট দিবারাত্রিতে খেলবে না বাংলাদেশ। তিন ম্যাচের টি২০ সিরিজ শেষ। দুই ম্যাচের টেস্ট ও এক ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে প্রথম টেস্টও শেষ। এখন বাকি একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ। এপ্রিলের ৩ তারিখে করাচীতে একটি ওয়ানডে ও ৫ তারিখে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। তিন ধাপে পাকিস্তান সফরে যাওয়ার প্রথম ও দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেছে। এখন তৃতীয় ও শেষ ধাপ বাকি আছে। এই ধাপে যে টেস্ট ম্যাচটি রয়েছে সেটি দিবারাত্রিতে খেলা যায় কিনা এ নিয়ে বিসিবিকে প্রস্তাব দেয় পিসিবি। কিন্তু বিসিবি তাদের ডাকে সাড়া দেয়নি। পাকিস্তানে দিবারাত্রির টেস্ট খেলতে অনিচ্ছুক টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমনটাই জানিয়েছে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ এখন পাকিস্তানে দিবারাত্রির টেস্ট খেলতে অনিচ্ছুক। তিনি আরও জানিয়েছেন, ম্যানেজমেন্ট এখন এই চ্যালেঞ্জ নিতে সামান্যটুকুও প্রস্তুত নয়। বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘আমরা আমাদের দলের ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং প্রস্তুতির অভাবে এই মুহূর্তে দিবারাত্রির টেস্ট খেলতে প্রস্তুত নই। বিসিবি তাদের বিষয়টাও বুঝে এবং সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি পাকিস্তানে দিবারাত্রির টেস্ট না খেলার।’ সিরিজের দ্বিতীয় টেস্টটি ফ্লাডলাইটের আলোতে গোলাপি বলে খেলার জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছিল পিসিবি।। তবে তা দিবারাত্রির টেস্ট হবে না। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে টেস্ট। বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘আমরা আমাদের দলের ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং প্রস্তুতির অভাবে এই মুহূর্তে দিবারাত্রির টেস্ট খেলতে প্রস্তুত নই। বিসিবি তাদের বিষয়টাও বুঝে এবং সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি পাকিস্তানে দিবারাত্রির টেস্ট না খেলার।’ বিসিবির হাতে স্বাভাবিকভাবেই দিবারাত্রিতে ক্রিকেটারদের প্রস্তুতি করানোর যথেষ্ট সময় নেই। জাতীয় দলের ক্রিকেটাররা ১৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া তৃতীয় রাউন্ডে খেলবে। রাউন্ড শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুইয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টটি খেলতে নামবে। এই টেস্টটি শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এরপর জিম্বাবুইয়ের বিরুদ্ধে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ রয়েছে। সিরিজ শেষ হবে ১১ মার্চ। এরপর হাতে অনেকটা দিন সময় থাকলেও টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের বিশ্রামও দরকার আছে। আবার ঢাকা প্রিমিয়ার লীগও আছে। এ লীগ খেলতে থাকতেই পাকিস্তান সফর ঘনিয়ে আসবে। বাংলাদেশ দল ১ এপ্রিল পাকিস্তানে চলে যাবে। তাই হাতে দিবারাত্রিতে গোলাপি বলে অনুশীলন করার সুযোগ নেই। দিবারাত্রিতে অনুশীলন না করেই খেললে যে কি দুরবস্থা হয় তা তো ভারতের বিরুদ্ধে দিবারাত্রি টেস্টেই প্রমাণ মিলেছে। এ জন্য বিসিবিও দিবারাত্রিতে খেলার পিসিবির প্রস্তাবে রাজি হতে পারেনি।
×