ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হুমকির প্রতিবাদ

প্রকাশিত: ১১:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০

হুমকির প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১২ ফেব্রুয়ারি ॥ সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেয়ায়, পানি সরবরাহের পাইপ লাইন কেটে দেয়া ও জীবননাশের হুমকির প্রতিবাদে ভাসান্যাদমের শিলকাটাছড়ার গ্রামবাসীরা মানববন্ধন করেছে। বুধবার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে লংগদু ভাসান্যাদমের শিলকাটাছড়ার বাসিন্দা মোঃ নূর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিকি, সদস্য মোঃ সোলাইমান, সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব, শিলকাটাছড়ার গ্রামবাসী মোঃ বাবুল মিয়া, মোঃ আমির হোসেন প্রমুখ।বক্তারা বলেন, ৯ ফেব্রুয়ারি লংগদুর শিলকাটাছড়ায় ৩শ’ পরিবারের পানি সরবরাহের জন্য পানি উন্নয়ন প্রকল্পের কাজে দুই লক্ষ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে পানির ট্যাংক ও ৩শ’ ফুট পানির পাইপ লাইন বিচ্ছিন্ন করে। ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উদ্যোগে সারাদেশের মধ্যে সর্বপ্রথম ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক চালু করা হয়েছে। বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের ফুলবন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম। ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক উদ্বোধন শেষে ভিসি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের কার্যক্রম দেশের মধ্যে আমরাই সর্বপ্রথম চালু করলাম। এই ক্লিনিক প্রত্যন্ত গ্রামাঞ্চলের গবাদিপশুর চিকিৎসা প্রদান করবে। এতে গ্রামের দরিদ্র কৃষকের কিছুটা হলেও কষ্ট এবং অর্থ সাশ্রয় হবে। আগামীতে আমাদের এই কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের গাড়ি উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
×