ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই সন্তান রেখে মধুমতিতে মায়ের ঝাঁপ ॥ দুদিনেও সন্ধান মেলেনি

প্রকাশিত: ১১:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০

দুই সন্তান রেখে মধুমতিতে মায়ের ঝাঁপ ॥ দুদিনেও সন্ধান মেলেনি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ দুই শিশু ছেলে-মেয়ে রেখে সেতুর ওপর থেকে মধুমতি নদীতে ঝাঁপ দেয়া মায়ের সন্ধান বুধবার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনা ডুবরি দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। মঙ্গলবার সকালে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া সংলগ্ন মধুমতি নদীর ওপর নির্মিত শেখ লুৎফার রাহমান সেতুর ওপর দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী ওই নারী মধুমতি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। তার নাম আফরোজা বেগম (২৩)। তার স্বামী ওমান প্রবাসী মাওলানা আলিউজ্জামান। বাড়ি কোটালিপাড়া উপজেলার সিনারগাতী গ্রামে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে তৎক্ষণাত টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনা ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ ॥ দুই লম্পট গ্রেফতার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে রাতে তুলে নিয়ে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে পুটিখালী গ্রামের মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে স্বপন (২৮) ও মজিবর ফরাজীর ছেলে নয়ন ফরাজীকে (২০) তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মেয়েটির পিতা বাশবাড়িয়া গ্রামের মোঃ কালাম গাজী মঙ্গলবার রাতে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুই যুবককে বুধবার কোর্টে সোপর্দ করা হয়েছে। এদিন ছাত্রীটিকেও ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
×