ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০২০

নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১২ ফেব্রুয়ারি ॥ বেগমগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আমান উল্যাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের রুকন আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরের দিকে কৃষ্ণরামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন ওই গ্রামের মৃত আইয়ুব আলী মাস্টারের ছেলে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত নেতা আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু সংবাদদাতা, শ্রীমঙ্গল, ১২ ফেব্রুয়ারি ॥ বিদ্যুতের তারে জড়িয়ে আলমগীর সরকার (২০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক লাইনম্যান ছিল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। সে গাইবান্ধা জেলার ডুমুর গাছা গ্রামের হেলাল সরকারের ছেলে। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক লাইনে তার টানার সময় হঠাৎ করেই বিদ্যুত চলে আসে। এতে সে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। তারা বলেন, লাইনে কাজ করার সময় বিদ্যুত বন্ধ ছিল। হঠাৎ করে বিদ্যুত চলে আসায় এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু বলেন, বৈদ্যুতিক লাইনে কাজ করার জন্য এক এলাকায় বিদ্যুত বন্ধ রাখা হয়েছিল।
×