ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্যালকুলেটর নিতে বাধা ॥ শিবচরে দুই কেন্দ্রে ভাংচুর, আহত ৫০

প্রকাশিত: ১১:৪৩, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ক্যালকুলেটর নিতে বাধা ॥ শিবচরে দুই কেন্দ্রে ভাংচুর, আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ ফেব্রুয়ারি ॥ এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয়ায় বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা শেষে শিবচর দুই কেন্দ্রে বিক্ষোভ ও ভাংচুর করেছে পরীক্ষার্থীরা। এ সময় ৫০ শিক্ষার্থী আহত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয়ায় বুধবার অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা শেষ করে প্রথমে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন ভেন্যুতে ব্যাপক ভাংচুর করে শিক্ষার্থীরা। এ খবর দ্রুত শেখ ফজিলাতুন্নেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে পৌঁছালে সেখানেও ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী ভাংচুর চালায়। দুটি বিদ্যালয়ের ভবনের দরজা, জানালা, চেয়ার-টেবিল ও আসবাবপত্র ব্যাপক ভাংচুর করা হয়। শিবচর নন্দকুমার ভেন্যুতে প্রায় ৩০ কক্ষ এবং শেখ ফজিলাতুন্নেছা ভেন্যুর প্রায় ১০ কক্ষের দরজা-জানালা ভাংচুর করে তারা। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে শিক্ষার্থীরা। ভাংচুর ও তা-ব চলাকালীন সাধারণ শিক্ষার্থীরা দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। শিক্ষার্থীদের তা-বের কারণে ৫০ সাধারণ পরীক্ষার্থী আহত হয়। এ সময় পুলিশ বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। কিছুক্ষণ পর স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব মোঃ রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবারের গণিত পরীক্ষার সময় নন্দকুমার ইনস্টিটিউশনের ভেন্যুতে ক্যালকুলেটর নিয়ে প্রবেশে বাধা দেয়া হয়। এরপর প্রতিবাদে বুধবার প্রথমে নন্দকুমার ভেন্যুতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর চালায়। পরে শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ভেনুতেও ভাংচুর চালায়। শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার এসএসসি-২০২০ সাধারণ গণিত পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে প্রবেশে বাধা দেয়া হয়। গণিত পরীক্ষা বিঘিœত হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করে। ওই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বুধবার আইসিটি পরীক্ষা শেষে উত্তেজিত হয়ে এসএসসি পরীক্ষার ২ ভেন্যুতে ভাংচুর করে।
×