ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধসে পড়া সেতুর সø্যাব সরানোর চেষ্টা॥ উদ্ধার হয়নি নিখোঁজ ব্যক্তি

প্রকাশিত: ১১:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ধসে পড়া সেতুর সø্যাব সরানোর চেষ্টা॥ উদ্ধার হয়নি নিখোঁজ ব্যক্তি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ ফেব্রুয়ারি ॥ কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী ভাড়ানি খালের আয়রন ব্রিজ বিধ্বস্ত হয়ে নিখোঁজ আনেচ প্যাদার (৪০) ২২ ঘণ্টায় খোঁজ মেলেনি। তবে স্থানীয়রা, ফায়ার সার্ভিসের টিম এবং ডুবুরি দল অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। বুধবার বিকেল থেকে এস্কেভেটর এনে ধসেপড়া ব্রিজের স্ল্যাব অপসারণের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ওই স্ল্যাবের (ঢালাই) নিচে চাপা পড়তে পারে নিখোঁজ আনেচ প্যাদা। মঙ্গলবার সন্ধ্যায় বিধ্বস্ত দশার এই ব্রিজের ওপর বালু বোঝাই ট্রলি ওঠায় ব্রিজটি ধসে খালে পড়ে। এক-একজন নিখোঁজ ছাড়াও আহত হয়েছে শাহীন হাওলাদার, সেলিম গাজী, মোজাম্মেল হাওলাদার ও জাহাঙ্গীর ফরাজী। এলজিইডির নির্মিত ব্রিজটি আয়রন স্ট্রাকচারের ওপর ঢালাই করে নির্মাণ করা হয়। দুই বছর আগে ব্রিজটির পশ্চিমপাড়ের দিক আংশিক বিধ্বস্ত হয়। কোন যানবাহন, মালামাল কিংবা যাত্রীসহ চলাচলে নিষেধ রয়েছে। তা উপেক্ষা করে বালু বোঝাই ট্রলি ওঠায় সম্পূর্ণভাবে ধসে পড়ে। এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান জানান, ওই স্পটে ইতোমধ্যে একটি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ চলছে। ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ শুধু হাঁটাচলার উপযোগী ছিল। গাড়ি চলাচল নিষিদ্ধ ছিল।
×