ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশুকে আলমারিতে আটকে রেখে শাস্তি ॥ বিক্ষোভ

প্রকাশিত: ১১:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২০

শিশুকে আলমারিতে আটকে রেখে শাস্তি ॥ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১২ ফেব্রুয়ারি ॥ পাটগ্রাম উপজেলার গোনাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আলমারিতে আটকে রেখে ৪র্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে শাস্তি দিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এ ঘটনায় বুধবার সকাল সাড়ে নয়টায় স্কুল চত্বরে অভিভাবক ও শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইকবাল লারা মনির অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। এ ব্যাপারে শিক্ষার্থীর মা মনি বেগম বাদী হয়ে থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমানের নিকট অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, পাটগ্রামের গোনাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম(১০) একটু দুষ্ট প্রকৃতির। সে অন্য শিক্ষার্থীর সঙ্গে দুষ্টুমি করে। এই শিশু শিক্ষার্থীর দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইকবাল লারা মনি মাসুমকে মঙ্গলবার দুপুরে স্কুলের আলমারিতে আটকে রাখেন। স্কুল ছুটির আগে বিকেল সাড়ে ৩টায় আলমারি খুলে শিশু শিক্ষার্থীকে বাড়ি যেতে বলেন। সে সময় সে অসুস্থ বোধ করে। তখন তাকে প্রাথমিক চিকিৎসা ও মাথায় পানি দিয়ে সুস্থ করে তোলা হয়। বিষয়টি বাড়িতে বাবা-মাকে বলে। এই ঘটনা অভিভাবকদের মাঝে ছড়িয়ে পড়ে। বুধবার সকাল সাড়ে নয়টায় শিক্ষিকার অপসারণ ও শাস্তির দাবিতে স্কুলমাঠে অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বাবুল, নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, এটিও আব্দুস সালাম ঘটনাস্থলে যান। সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার শাস্তির প্রতিশ্রুতির শর্তে বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীদের শান্ত করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী জানান, এ ঘটনায় ইউএনও ও টিইও ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন্ত কুমার মহন্ত জানান, শিশু শিক্ষার্থীর মা মনি বেগম একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ইতোমধ্যেই অন্যত্র বদলি করার জন্য শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
×