ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিত: ১১:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০২০

নাটোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ওমর ফারুক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার জংলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ও অভিযুক্ত ছোট ভাই সাজাহান আলী একই এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে। ওমর ফারুক স্থানীয় প্রাণ কোম্পানি নাটোর কারখানার চুক্তিভিত্তিক শ্রমিক ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওমর ফারুক সদর উপজেলার জংলী মোড়ে একটি দোকানে বসেছিল। এ সময় ছোট ভাই সাজাহান পেছন থেকে অতর্কিতভাবে ওমর ফারুকের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ওমর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন রাত নয়টার দিকে দায়িত্বরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পরই ঘাতক সাজাহান স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে। শীতলক্ষ্যায় নবজাতকের লাশ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ৩টায় গোদনাইল মিরপাড়া থেকে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শফি জানান, শীতলক্ষ্যা নদীর গোদনাইল মিরপাড়ায় এক শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, লাশটি দুই/ একদিন আগের। কে বা কারা শিশুর লাশটি নদীতে ফেলে গেছে। কেরানীগঞ্জে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ থেকে জানান, নিখোঁজের দুই দিন পর নুরুল আমিন মন্টু (৪৭) নামে এক ব্যবসায়ীর লাশ বুধবার দুপুরে বুড়িগঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। সোয়ারিঘাট বরাবর মাঝ নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা জানান, নুরুল আমিনের বাসা ঢাকা দক্ষিণ সিটির ফরিদাবাদ আরশিন গেইট এলাকায়। কেরানীগঞ্জের কালিগঞ্জে নিউ এনএইচ কম্পিউটার এমব্রয়ডারি নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার সন্ধ্যায় সেখান থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন নুরুল আমিন। নিহতের স্ত্রী নীলিমা আমিন পপি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোবাইলে নুরুল আমিনের সঙ্গে তার কথা হয়। তখন নুরুল আমিন জানায়, দোকান থেকে বেরিয়েছে, বাসায় আসছে। এরপর সে নিখোঁজ হয়। মোবাইলও বন্ধ পাওয়া যায়। নুরুল আমিনের বড় ছেলে আমিরুল ইসলাম জানান, বাবার নিখোঁজের ঘটনায় মঙ্গলবার তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু পরদিন বাবার লাশ পেলেন। গফরগাঁওয়ে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও থেকে জানান, গফরগাঁওয়ে পাগলা থানা পুলিশ বৃদ্ধের গফরগাঁও টোক সড়কের আহালিয়ার টেক স্থান থেকে নিখোঁজের ৩ দিন পর শহীদ মিয়া (৬০) নামে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। তার মাথার বাম দিকে আঘাতের চিহ্নহ্নহ্ন রয়েছে। শহীদের বাড়ি মশাখালী ইউনিয়নের বাইলনা গ্রামে। জানা যায়, বুধবার সকালে আহালিয়ার টেক নামক স্থানে এক বৃদ্ধাকে পরে থাকতে দেখে এলাকাবাসী উপজেলার পাগলা থানা খবর দেয়, খবর পেয়ে পুলিশ আহত ভেবে দ্রুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহতের ভাতিজা সোহাগ মিয়া বলেন, তার চাচা কোন সন্তান না থাকায় ৪ মাস আগে বাড়ি থেকে শ্রীপুর উপজেলার বরমী গ্রামে নিয়ে আসি। পরে ৯ ফেব্রুয়ারি আমাদের বাড়ি থেকে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজি করি। বুধবার ১২টার দিকে খবর পেয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চাচার লাশ শনাক্ত করি।
×