ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে মা-মেয়ে নিহত

প্রকাশিত: ১১:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০২০

গোবিন্দগঞ্জে ট্রাক-বাস সংঘর্ষে মা-মেয়ে নিহত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ ফেব্রুয়ারি ॥ গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর নামক এলাকায় মঙ্গলবার রাতে উপজেলার কোমরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে রংপুর-বগুড়া মহাসড়কে হানিফ পরিবহন ও বাঁশ বোঝাই একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে মা রাহেলা বেগম (৭০) ও মেয়ে শেফালী বেগম (৪০) নামে দু’জন নিহত এবং ১৫ বাসযাত্রী আহত হয়েছে। নিহত রাহেলা বেগম পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী ও তার মেয়ে শেফালী বেগম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম যাওয়ার সময় অভিরামপুর এলাকায় বিপরীতমুখী বাঁশবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস উল্টে ১৭ যাত্রী আহত হয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে পথচারী শেফালী বেগম ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া গুরুতর আহত শেফালী বেগমের মা রাহেলা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তার মৃত্যু হয়। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীতে যুবকসহ দুই স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, গোদাগাড়ী উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেনÑ ঢাকার সাভারের মুটেরচর চানলাপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম (১৮)। জানা গেছে, মহাসড়কের পাশে গাড়ি রেখে ট্রাকের লোকজন রাজাবাড়িহাটে নাস্তা করছিলেন। তখন চাঁপাইনবাবগঞ্জগামী একটি পিকআপ পেছন থেকে সজোরে ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত হন। আহত হন দুইজন। চুয়াডাঙ্গায় চালক নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল খামারের কাছে অবৈধ আলমসাধু উল্টে চাপা পড়ে চালক হাবিবুর রহমান (৪৬) নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ির মরহুম আমির উদ্দিনের ছেলে। নিহত হাবিবুর রহমান ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন আলমসাধুর চালক। বাগেরহাটে শিশু স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, বুধবার বিকেলে মায়ের হাত-ধরে রাস্তা পার হওয়ার সময় মাহিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের সামনে বাগেরহাট মুখী দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সে নিহত হয়। সে গোয়ালমাঠের জাকির হোসেনের মেয়ে। বরিশালের বাকেরগঞ্জের রঘুনাথপুর গ্রামের বাড়ি থেকে ফিরে বাস থেকে নেমে শিশু মাহিয়া মায়ের হাত ধরে গোয়ালমাঠের বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পর হচ্ছিল। লালমনিরহাটে মোটরবাইক আরোহী নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, জেলার কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মুকুল মিয়া (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা একজন আহত হয়। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকুল মিয়া রংপুর পীরগাছার গোকুলপাড় গ্রামের রমজান আলীর ছেলে বলে জানা গেছে। সিলেটে রিক্সাচালক স্টাফ রিপোর্টার সিলেট অফিস জানায়, নগরীর সুরমা মার্কেট পয়েন্টে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। নিহত রফিকুল ইসলাম (৩৫) পেশায় রিক্সাচালক। তার বাড়ি রংপুর। বুধবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। বরিশালে যুবক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার হরিসেনা নামক এলাকায় বুধবার বিকেল পাঁচটার দিকে অজ্ঞাতনামা পরিবহনের ধাক্কায় রবিউল বেপারী (২৫) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত রবিউল পৌর এলাকার গেরাকুল মহল্লার বাসিন্দা আব্দুল মালেক বেপারীর পুত্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই বিভাগের পোর্টার হিসেবে কর্মরত ছিল।
×