ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে তিন মন্দিরের প্রতিমা ভাংচুর

প্রকাশিত: ১১:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সৈয়দপুরে তিন মন্দিরের প্রতিমা ভাংচুর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের তিনটি মন্দিরের মূর্তি ভেঙ্গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে প্রতিমা ভাংচুরের ঘটনায় সনাতন ধর্মের মাঝে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাবাসী জানায়, সোনাখুলী গ্রামের চ-ির মোড়ে দুর্গা প্রতিমার মাথা ও একই গ্রামের সামবার্ড কালী মন্দিরের কালীর প্রতিমার মাথা ভেঙ্গে নিয়ে যায় দুর্বৃত্তরা । অপরদিকে বুড়ি মন্দিরের বুড়ি প্রতিমাও গুঁড়িয়ে দিয়ে যায় তারা। জাতীয় পূজা উদ্যাপন পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি রাজকুমার পোদ্দার জানান, মন্দিরে ঢুকে মূর্তি ভাঙ্গার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। এলাকার জ্যোতিকুমার রায় জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে দুর্বৃত্তরা ওই কাজটি করেছে। এর নেপথ্যে কারা তা খুঁজে বের করা জরুরী হয়ে পড়েছে। প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। ঝগড়া থামাতে গিয়ে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ ফেব্রুয়ারি ॥ নকলায় ছাগলে বোরো ধানের বীজতলা খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের বাগবিত-া থামাতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে বারেক মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে। জানা যায়, নকলা উপজেলার রুনীগাঁও গ্রামের কৃষক সোহেলের একটি ছাগল মঙ্গলবার প্রতিবেশী কৃষক কবীর মিয়ার ধানের বীজতলা খেয়ে নষ্ট করে ফেলে। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া বাধলে প্রতিবেশী কৃষক বারেক মিয়া তাদের ঝগড়া থামিয়ে দেয়। কিন্তু বুধবার সকালে বারেক মিয়া গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার সময় পেছন থেকে কবীর দেশীয় অস্ত্র নিয়ে বারেক মিয়াকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাল্যবিয়ে রোধে সভা সংবাদদাতা, পীরগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ॥ পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে বাল্য বিয়ে রোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটি এর আয়োজন করে। বাল্যবিয়ে নিরোধ, যৌতুক ও নারী নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বক্তারা বিভিন্ন পরামর্শ দেন। কর্মশালায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মেডিক্যাল অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস আরবী, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দঃ শাকিনা বিনতে শরীফ, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, প্রকল্প কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, জয়িতা নাহিদ পারভীন রিপা ও কলেজ ছাত্রী শিমলা রায় অশ্রু।
×