ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেতুতে লোহার পাতের বদলে বাঁশ!

প্রকাশিত: ১১:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সেতুতে লোহার পাতের বদলে বাঁশ!

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সেতুতে ব্যবহৃত লোহার পাত চুরি হয়ে যাওয়ায় লোহার পাতের বদলে বাঁশ লাগিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সিলেটে সুরমা নদীর ওপর শাহজালাল ৩য় সেতুতে লাগানো হলো বাঁশ। লোহার পাটাতনের পরিবর্তে সেতুর প্যানের জোড়ায় (এক্সপানশন জয়েন্ট) বাঁশ ব্যবহার করে তার ওপর সিমেন্ট দিয়ে প্রলেপ দিয়েছেন সওজের শ্রমিকরা। সওজের কর্মরত শ্রমিকরা বলেন, ওভারলোডেড গাড়ি চলাচলের কারণে লোহার পাত উঠে গেছে। সেই পাত চুরি হয়ে যাওয়ায় পাটাতনের ফাঁক সিমেন্ট দিয়ে ভরাটে বাঁশ ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে সওজের উপসহকারী প্রকৌশলী আতাউর রহমান বলেন, লোহার পাত দিয়ে লাগানো স্লিপার ভেঙ্গে যাওয়ায় সেটা চুরি হয়ে গেছে। এর পরিবর্তে ক্ষণস্থায়ী হিসেবে বাঁশ দিয়ে বিটুমিন দ্বারা পিচ ঢালাই করা হয়। উপ-বিভাগীয় প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরী বলেন, ওভারলোডেড গাড়ির কারণে জয়েন্টের লোহার পাতগুলো ভেঙ্গে উঠে যায়। ফলে নতুন করে ওই পাতগুলো লাগানো সম্ভব হয় না, তাই বাঁশ দিয়ে বিটুমিন ঢেলে পিচ দেয়া হয়। কাজটি অবশ্যই ক্ষণস্থায়ী। তবে নষ্ট হয়ে গেলে আবার ঢালাই দেয়া হবে। তিনি বলেন, কেবল শাহজালাল তৃতীয় সেতু নয়, কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুসহ সুরমার ওপর অন্য সেতুগুলোতেও এভাবে কাজ করানো হয়েছে। শাহজালাল তৃতীয় সেতুতে রয়েছে ৭টি প্যানের জোড়া (এক্সপানশন জয়েন্ট)। কয়েকদিন আগে মধ্যখানের ৩টি জোড়ার স্টিলের পাত উঠে গেলে কে বা কারা পাতগুলো চুরি করে নিয়ে যায়।
×