ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে খাল খননে ব্যাপক অনিয়ম

প্রকাশিত: ১১:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০২০

বাউফলে খাল খননে ব্যাপক অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১২ ফেব্রুয়ারি ॥ বাউফলের কেশবপুর ইউনিয়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একটি খাল খননে অনিয়মের অভিযোগ রয়েছে। জানা গেছে, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে কেশবপুর ইউনিয়নের হাজির বাজার থেকে কালিশুরী খাশিকাটা ব্রিজ পর্যন্ত ১২ কিলোমিটার খালের খনন কাজ চলছে। ইতোমধ্যে খালটির অর্ধেক খনন করা হয়েছে। নুরজাহান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই খালের খনন কাজ করছেন। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান সিডিউল অনুযায়ী কাজ করছেন না। খালটি ৪৫ ফুট প্রস্থ, ১৩ ফুট গভীর ও ১৩ ফুট বেট কাটার নিয়ম থাকলেও তা করা হচ্ছে না। সরেজমিন দেখা গেছে, খালটির বিভিন্ন অংশে প্রস্থর ও গভীরতা ঠিক নেই। কোন অংশে প্রস্থর ৩০-৩৫ ফুট। গভীরতা ৫-৭ ফুট ও বেট ৫-৭ ফুট করে খনন করা হয়েছে। মমিনপুর বাজারের দক্ষিণ দিকে খালপাড়ে ছালাম সিকদারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তরে মান্নান গাজীর ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত খাল খননে কোন নিয়মকানুন মানা হয়নি। খনন কাজ করা হয়েছে যেনতেনভাবে। খালটির ওই অংশে অর্থাৎ পূর্ব পারে কোন মাটি ফেলা হয়নি। পূর্ব পাশে খালের পাড়ে বিভিন্ন ধরনের ৩৬টি ব্যবসা প্রতিষ্ঠা রয়েছে। ওই সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো খালের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে। খাল খননের সময় ওই সব অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার কথা ছিল। কিন্তু তা না করেই খনন কাজ করা হয়েছে। এসব অনিয়মের বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত সাইড ইঞ্জিনিয়ার আবদুল্লাহ বিন জিসান বলেন, ‘ডিজাইন অনুযায়ী কাজ করা হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ এসে তদারকি করছেন।’
×