ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ৩ হাজার ৮০০ কোটি টাকার ৭২০ প্রকল্প গ্রহণ

প্রকাশিত: ১১:৩৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ৩ হাজার ৮০০ কোটি টাকার ৭২০ প্রকল্প গ্রহণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা-১৩সহ সংশ্লিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৭২০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তৎমধ্যে ৩৭৫টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) এসব প্রকল্প বাস্তবায়ন করেছে। ভবিষ্যতে জলবায়ু সহনশীল আরও কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। এ সংক্রান্ত জলাবায়ু পরিবর্তন ট্রাস্ট কর্তৃক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এই তথ্য উপস্থাপন করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান। বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী ও আহ্মবদ শামীম আল রাজি প্রমুখ। জিয়াউল হাসান বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিসিসিটিকে ভবিষ্যতে আরও বেশি বেশি প্রকল্প গ্রহণ করতে হবে। একই সঙ্গে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকাসমূহকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রকল্পসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে কাজের গুণগতমান বজায় রাখার প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সরকারী নিজস্ব অর্থায়নে গৃহীত প্রকল্পসমূহের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় সে জন্য প্রকল্পের অগ্রগতি নিয়মিত তদারকি এবং পরিদর্শন করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, যখন বৃষ্টি, খরা হওয়ার কথা নয় তখন বৃষ্টি ও খরা হচ্ছে। এই পরিবর্তনের কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ জন্য আমরা দায়ী না হলেও সর্বাধিক ক্ষতির স্বীকার হচ্ছি আমরা। যেসব শিল্পোন্নত রাষ্ট্র দায়ী তাদের কাছ থেকে প্রয়াজনীয় ক্ষতিপূরণ, কারগরি এবং প্রযুক্তিগত সহায়তা প্রাপ্তির জন্য আমাদের জোর প্রচেষ্টা চালাতে হবে। সভাপতির বক্তব্যে বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন ও স্বচ্ছতা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিআইডিএস-এর মূল্যায়নে বিসিসিটির প্রকল্পের কাজের গুণগতমান এবং অর্থ ব্যয়ে স্বচ্ছতা পেয়েছে।
×