ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ

প্রকাশিত: ১৩:০৫, ১২ ফেব্রুয়ারি ২০২০

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সেন্টমার্টিন দ্বীপের উপকূলের কাছে মালয়েশীয়গামী রোহিঙ্গাদের নিয়ে যে ট্রলারটি ডুবে গিয়েছে তারা শিবিরের বাইরে অবস্থান করত এবং অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছিল। মোমেন যে কোন ধরনের অবৈধ অভিবাসন ঠেকাতে কক্সবাজারের রোহিঙ্গা শিবির এবং এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার জাতীয় জাদুঘরে বাংলাদেশের ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসর। চীন থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাব’-এ এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানির মধ্যে আর কোন বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরার ব্যবস্থা সরকার করবে না। তিনি অবশ্য বলেছেন স্বেচ্ছায় যারা দেশে ফিরে আসতে চায় সরকার তাদের সহায়তা করবে। মোমেন আরও বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের চীন থেকে ফিরিয়ে নিয়েছে, অন্য দেশের নাগরিকরা এখনও চীনে অবস্থান করছে। চীন তাদের সুরক্ষা করছে বলেও তিনি উল্লেখ করেন। ওদের অনিরাপদ নৌযাত্রা নতুন নয় ॥ জাতিসংঘ কক্সবাজারে অনিয়মিত ও অনিরাপদ নৌযাত্রা নতুন ঘটনা নয় বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সেন্টমার্টিন উপকূলে নৌকাডুবির মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে দেয়া যৌথ বিবৃতিতে সংস্থা দুটি এ মন্তব্য করে। মঙ্গলবার জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, কক্সবাজারে অনিয়মিত ও অনিরাপদ নৌযাত্রা নতুন কোন ঘটনা নয়। রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশী জনগণ উভয়েই বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এ ঝুঁকি নিয়ে থাকে।
×