ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আকবরের নেতৃত্বে বিশ্বকাপ একাদশ

প্রকাশিত: ১২:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২০

আকবরের নেতৃত্বে বিশ্বকাপ একাদশ

স্পোর্টস রিপোর্টার ॥ আপন বোনের মৃত্যু সংবাদ পেয়েছেন দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়ে। সেই শোকে ন্যুব্জ না হয়ে বরং আরও যেন দৃঢ়চেতা হয়ে উঠেছিলেন আকবর আলী। দারুণ নেতৃত্ব দিয়ে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলকে জিতিয়েছেন শিরোপা। পচেফস্ট্রুমে দেশের ক্রিকেটে প্রথম কোন আইসিসি মেগা ইভেন্টে ট্রফি জেতানোর ম্যাচে ভারতের বিপক্ষে বিপদের মুখে বুক চিতিয়ে লড়েছেন এবং ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তার নেতৃত্বে সুংঘবদ্ধ একটি দল হিসেবে খেলেই চ্যাম্পিয়ন হয়েছেন পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসাস জয় আর রকিবুল হাসানরা। এ কারণে যুব বিশ্বকাপ শেষে আসরের সেরা যে দল গড়েছে আইসিসি তার অধিনায়কও করা হয়েছে আকবরকে। সবমিলিয়ে একাদশে ঠাঁই পেয়েছেন চ্যাম্পিয়ন বাংলাদেশের ৩ ক্রিকেটার। আকবর ছাড়াও আছেন ওয়ানডাউন ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও মিডলঅর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন। এছাড়া রানার্সআপ ভারতেরও ৩ ক্রিকেটার ঠাঁই পেয়েছেন যুব বিশ্বকাপের সেরা একাদশে। গত ১৭ জানুয়ারি ১৬ দল নিয়ে যুব বিশ্বকাপ ক্রিকেটের যাত্রা শুরু হয় দক্ষিণ আফ্রিকায়। প্রায় ৩ সপ্তাহে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে এবারের আসরের। এই আসরে মূলত পেস বোলাররাই প্রাধান্য দেখিয়েছেন। কিছু ম্যাচে আবার বিশাল সংগ্রহও গড়েছে শক্তিশালী ব্যাটিং লাইনআপের দলগুলো। তবে পেসবান্ধব এই উইকেটগুলোতেও বেশ কয়েকজন স্পিনার দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। সবমিলিয়ে আসর শেষে বিশ্বকাপের সেরা একাদশ গড়তে গিয়ে বেশ পর্যালোচনা করতে হয়েছে দায়িত্বপ্রাপ্তদের। যুব বিশ্বকাপ ক্রিকেটের সেরা একাদশ তৈরি করতে আইসিসি বেছে নেয় ৫ জন ক্রিকেট বিশ্লেষককে। ধারাভাষ্যে থাকা ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, ভারতের রোহান গাভাস্কার ও নাটালি জারমানোসের সঙ্গে ক্রিকইনফোর শ্রেষ্ঠ শাহ ও আইসিসির ম্যারি গডবিয়ারকে দেয়া হয়েছিল এ কঠিন দায়িত্ব। তারা দলগত পারফর্মেন্সের সঙ্গে সাযুজ্য রেখে জ্বলজ্বলে নৈপুণ্য দেখানো ক্রিকেটারদের নিয়েই সাজিয়েছেন একাদশ। প্রথমবারের মতো কোন বৈশ্বিক আসরে বাংলাদেশকে বিশ্বচ্যাম্পিয়ন করা অধিনায়ক আকবরকেই ‘গ্রেট’ অধিনায়ক মনে করেছেন তারা। তাই এবার যুব বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক মনোনীত হয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশের ওয়ানডাউন ব্যাটসম্যান মাহমুদুল ও মিডলঅর্ডার শাহাদাত ঠাঁই করে নিয়েছেন এই একাদশে। আইসিসির বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশ ছাড়া ফাইনালিস্ট ভারতেরও তিন খেলোয়াড় জায়গা পেয়েছেন। কোয়ার্টার ফাইনালে ছিটকে পড়লেও আফগানিস্তানের দুজন সুযোগ পেয়েছেন একাদশে। তাদের লেগস্পিনার শফিকুল্লাহ ঘাফারি হ্যাটট্রিক করেছিলেন এবার। আর ওপেনার ইব্রাহিম জাদরানও ছিলেন ভাল ফর্মে। ওয়েস্ট ইন্ডিজেরও দুজন আছেন এই দলে। ক্যারিবীয় অলরাউন্ডার নিম ইয়ং ও ডানহাতি পেসার জেডেন সিলস জায়গা পেয়েছেন। আর প্লেট ফাইনাল খেলা শ্রীলঙ্কা দল থেকে সুযোগ পেয়েছেন শুধু ব্যাটসম্যান রবীন্দু রসন্থ। এ দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন কানাডার ডানহাতি পেসার আকিল কুমার। যুব বিশ্বকাপের সেরা একাদশ ॥ আকবর আলী (অধিনায়ক, উইকেটরক্ষক)- ৬৯ রান, ৬ ডিসমিসাল (বাংলাদেশ)। যশস্বী জশওয়াল - ৪০০ রান (ভারত), ইব্রাহিম জাদরান- ২৪০ রান (আফগানিস্তান), রবীন্দু রসন্থ- ২৮৬ রান (শ্রীলঙ্কা), মাহমুদুল হাসান জয়- ১৮৪ রান (বাংলাদেশ), শাহাদাত হোসেন- ১৩১ রান (বাংলাদেশ), নিম ইয়ং - ১৪০ রান ও ৮ উইকেট (ওয়েস্ট ইন্ডিজ), শফিকুল্লাহ ঘাফারি- ১৬ উইকেট (আফগানিস্তান), রবি বিষ্ণয়- ১৭ উইকেট (ভারত), কার্তিক ত্যাগি- ১১ উইকেট (ভারত) ও জেডেন সিলস- ১০ উইকেট (ওয়েস্ট ইন্ডিজ)। দ্বাদশ খেলোয়াড় ॥ আকিল কুমার- ১৬ উইকেট (কানাডা)।
×