ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এএফসি কাপ ॥ মালেতে প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া

প্লে-অফে উঠতে আবাহনীর কঠিন পরীক্ষা আজ

প্রকাশিত: ১২:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২০

প্লে-অফে উঠতে আবাহনীর কঠিন পরীক্ষা আজ

রুমেল খান ॥ নিজেদের মাঠে যদি ড্র না করে জেতা যেত তাহলে পরের ম্যাচে প্রতিপক্ষের মাঠে খেলে কমপক্ষে ড্র করতে পারলেই কেল্লাফতে করতে পারতো আবাহনী লিমিটেড। কিন্তু তা হয়নি। ফলে এখন লক্ষ্যটা অনেক কঠিন হয়ে গেল তাদের জন্য। আজ বুধবার যদি প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে হারাতে পারে কিংবা ৩-৩ গোলে ড্র করতে পারে তাহলেই এফসি কাপের প্লে-অফ পর্বে নাম লেখাতে পারবে আবাহনী। আজ মালেতে জাতীয় ফুটবল স্টেডিয়ামে এ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৫টায় মাজিয়ার মুখোমুখি হবে আবাহনী। ঘরের মাঠে আশানুরূপ ফল না মিললেও এই ম্যাচে ভাল করতে আশাবাদী কোচ মারিও লেমোসের শিষ্যরা। আর হোম ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না মালদ্বীপের কোচ মারিয়ান সেকুলোভস্কি। গত বছর এএফসি কাপে ঢাকা আবাহনীর মিশনটা ছিল ভিন্ন। তারা খেলেছিল টুর্নামেন্টের ইন্টারজোন সেমিফাইনালে। আর এবার তারা খেলছে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে। কারণ গত প্রিমিয়ার লীগে তারা হয়েছিল রানার্সআপ। মাজিয়ার বিপক্ষে জয়ের কোন নজির নেই আকাশী-হলুদদের। এর আগে এএফসি কাপের গ্রুপপর্বের ম্যাচে ২০১৭ সালে মাজিয়ার মুখোমুখি হয় আবাহনী। সেই দু’টি ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ঢাকা এবং মালেতে বাংলাদেশের জায়ান্টদের হারের ব্যবধান ছিল ২-০ গোলের। এবার আবাহনীর এএফসি কাপের মিশনটা শুরু হয় গত ৫ ফেব্রুয়ারি ঘরের মাঠে। এএফসি কাপের বাছাইপর্বের প্রাথমিকপর্বের রাউন্ড টু’র সেই ম্যাচে ফল বদলে দিতে আপ্রাণ চেষ্টা করেও পারেননি জীবনরা। বরং হারতে হারতে কোনমতে ড্র করে হার এড়ান তারা। আর এর ফলে পরবর্তী পর্বে উন্নীত হবার পথটা অনেক কণ্টকাকীর্ণ হয়ে পড়ে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনীর। হোম ভেন্যুতে ২-২ গোলের ড্র করাতে আজ এ্যাওয়ে ম্যাচে অন্তত ৩-৩ গোলের ড্র অথবা জিততে হবে তাদের। সেটি ভালমতোই জানা আছে কোচ মারিও লেমোসের। আজকের ম্যাচে ঘরের মাঠের ভুল-ত্রুটিগুলো আর দেখতে চান না আবাহনীর কোচ, ‘খেলোয়াড়দের মানসিকতা বদলাতে হবে। জেতার আগ্রহ বাড়াতে হবে। তা না হলে এই ম্যাচটা জেতা কঠিন হয়ে পড়বে। তবে আমি এখনও ভাল কিছু করার ব্যাপারে আশাবাদী। আশা করছি ম্যাচটি মজারই হবে।’ ম্যাচ খেলতে রবিবারই ঢাকা ছাড়ে টিম আবাহনী। সেখানে পৌঁছে সোমবার বিকেলে অনুশীলনও করেছে মারিও লেমোসের দল। তবে এ্যাস্ট্রো টার্ফে অনুশীলন করতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে তাদের। ঢাকায় মলটেন বল দিয়ে খেলেছে আকাশী-হলুদরা। কিন্তু মালেতে গিয়ে দেখা গেল বলই বদলে গেছে। সেখানে অনুশীলন করতে হয়েছে এ্যাডিডাসের বলে। এ নিয়ে আবাহনী কোচ লেমোস কিছুটা চিন্তিত, ‘ঢাকায় মলটেন বল নিয়ে খেলেছি। অনুশীলনও হয়েছে। কিন্তু মালেতে এসে এ্যডিডাসের বলে অনুশীলন করতে হয়েছে। বলের মান ভাল। তবে টার্ফে এমনিতে বল কিছুটা বাউন্স হয়। তাই এটা নিয়ে একটু চিন্তায় আছি।’ মঙ্গলবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছেন জীবনরা। আবাহনীর জন্য সুসংবাদ হলো অনুশীলনে ফিরেছেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। ঢাকার ম্যাচে মাঠে নামা হয়নি তার। মালেতে আরেকটি সমস্যা হলো সেখানকার আবহাওয়া। এ প্রসঙ্গে লেমোস বলেছেন, ‘মালের আবহাওয়া বেশ গরম। ঢাকার ঠা-া আবহাওয়া থেকে গরমের মধ্যে পড়ে এখন মানিয়ে নেয়ার চেষ্টা করতে হচ্ছে।’ অন্যদিকে এ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট পাওয়াতে ফুরফুরে মেজাজে আছে মালদ্বীপের ক্লাবটি। মাজিয়ার মেসেডোনিয়ান কোচ মারিয়ান সেকুলোভস্কি বলেছেন, ‘আমরা প্রাথমিক পর্বের প্রথম ধাপ শেষ করেছি। এখন নিজেদের ঘরে শেষ ধাপটা ভাল করেই শেষ করতে চাই। আগের ম্যাচে ছেলেরা যে পারফর্মেন্স করেছে তার প্রশংসা করতেই হয়। ঐ ম্যাচে কিছু সুযোগ নষ্ট না হলে আমরা জয় নিয়েই ফিরতে পারতাম। এই ম্যাচে নিজেদের কাজটি ঠিকমতো করতে পারলে আমরা পরের পর্বে জায়গা করে নিতে পারব।’ প্রিমিয়ার লীগ শুরু না হওয়ায় এএফসি কাপের প্রস্তুতির জন্য এক মাসের মতো সময় পেয়েছে আবাহনী। এ সময়ে ফেডারেশন কাপের ভুলত্রুটিগুলো নিয়ে কাজ করেছেন লেমোস, ‘ঘরের মাঠে ভাল শুরু করাটা গুরুত্বপূর্ণ। ফেডারেশন কাপে যে ভুলগুলো করেছিলাম, সেগুলো নিয়ে কাজ হয়েছে। আমরা জয় নিয়েই মালে থেকে ফিরতে চাই।’ ২০১৭ সালে আবাহনীতে লেমোস না থাকলেও ওই সময় মাজিয়ার যিনি কোচ ছিলেন, সেই মারজান সেকুলোভস্কি বলেন, ‘এ্যাওয়ে ম্যাচে আমরা অল্পের জন্য জিততে পারিনি। আশাকরি কাল (আজ) ঠিকই জিততে পারব নিজেদের মাঠে।’ নিজেদের শেষ ২০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে মাজিয়া। আর আবাহনী ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জের কাছে হেরেছিল। এখন দেখার বিষয় আজকের ম্যাচে কেমন ফল করে আবাহনী।
×