ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসলামিক সলিডারিটি আরচারি ঢাকায়

প্রকাশিত: ১২:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২০

ইসলামিক সলিডারিটি আরচারি ঢাকায়

স্পোর্টস রিপোর্টার ॥ আগের তিন আসরের মতো আন্তর্জাতিক ইসলামিক সলিডারিটি আরচারির (্আইএসএসএফ) চতুর্থ আসরও বসতে যাচ্ছে বাংলাদেশে। ২২-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আয়োজক বাংলাদেশ আরচারি ফেডারেশন ৩০টি দেশের অংশগ্রহণ প্রত্যাশা করছে। যদিও ইতোমধ্যে ২৫ দেশের নিবন্ধন পাওয়া গেছে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে। বছরব্যাপী ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে ব্যস্ত থাকা অন্যতম একটি ডিসিপ্লিন আরচারি। তাই সাফল্যও তাদের ছুঁয়েছে প্রত্যাশিতভাবে। খেলার ধারাবাহিকতা থাকায় গত বছর একটি সোনালি সময় পার করেছেন দেশের তীরন্দাজরা। বিশেষ করে আলো ছড়িয়েছেন দেশসেরা আরচার রোমান সানা। এশিয়ান স্টেজ-৩তে স্বর্ণপদক জিতেছেন। বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। গলফার সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রীড়াবিদ হিসেবে তিনি এই সাফল্য পেলেন। এছাড়া ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান (এসএ) গেমসের আরচারি ডিসিপ্লিনের ১০টি ইভেন্টের সবকটিতেই স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের তীরন্দাজরা। দু’দিন আগে বিশ্ব আরচারির ব্রেক থ্রু ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছেন রোমান। তাই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখে এবারের আইএসএসএফ আরচারি চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে স্বর্ণপদক জেতায় শীর্ষে থাকতে চান লাল-সবুজের তীরন্দাজরা। গত বছর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় আসরে ২৬ দেশের ১৫০ পুরুষ ও নারী আরচার অংশ নিয়েছিলেন। ১০টি স্বর্ণপদকের মধ্যে বাংলাদেশ দুটি জিতেছিল রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে। এছাড়াও তিনটি রুপা ও চারটি ব্রোঞ্জ এসেছিল স্বাগতিকদের ঘরে। ওই আসরে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই ভারত টুর্নামেন্টে খেলছে না বলে জানা গেছে। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেন, ‘সবেমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে ভারতের ওপর থেকে। তারপরও তারা খেলবে না এই আসরে।’ তাই অনুমান করাই যাচ্ছে এবারের আসরে চ্যাম্পিয়ন হতেই তীর ছুঁড়বেন লাল-সবুজের তীরন্দাজরা। বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি স্পোর্টস রিপোর্টার ॥ খুলনা ভেন্যুর সমাপনী ম্যাচ দিয়ে মঙ্গলবার পর্দা নামলো জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার প্রথমপর্বের। ফাইনালে এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে খুলনা পর্বের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী স্কুল। বিজয়ী দলের হয়ে গোল দুটি করেন তানভীর তাহসিন (১৭ মিনিট, ফিল্ড গোল) এবং রুহুল আমিন তুষার (৪৭ মিনিট, ফিল্ড গোল)। এর মধ্যদিয়ে শেষ হলো ঢাকার বাইরে নয়টি ভেন্যুর প্রাথমিকপর্বের খেলা। খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
×