ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুখোমুখি রোনাল্ডো ও ইব্রাহিমোভিচ

প্রকাশিত: ১২:০৭, ১২ ফেব্রুয়ারি ২০২০

মুখোমুখি রোনাল্ডো ও ইব্রাহিমোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ একে অপরের মুখোমুখি হচ্ছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও আরেক সুপারস্টার জ¬াতান ইব্রাহিমোভিচ। ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে দুই তারকার দ্বৈরথ দেখতে পাবে ফুটবল দুনিয়া। বৃহস্পতিবার সান সিরোতে সেমিফাইনালে মুখোমুখি হবে রোনাল্ডোর জুভেন্টাস ও ইব্রাহিমোভিচের এসি মিলান। এর আগে আজ আরেক সেমিতে লড়বে ইন্টার মিলান ও নেপোলি। রোনাল্ডো ও ইব্রা সাম্প্রতিক সময়ে ধারাবাহিক গোলের মধ্যে আছেন। নিজ দলের সর্বশেষ ম্যাচেও গোল পেয়েছেন তারা। কিন্তু দু’জনের দলই হেরেছে। সিরি’এ লীগে হেলাস ভেরোনার কাছে ২-১ গোলে হারের ম্যাচটিতে গোল করেছেন রোনাল্ডো। অন্যদিকে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে ৪-২ গোলের নাটকীয় পরাজয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। ৩৫ বছর বয়সী রোনাল্ডো জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে সিরি’এ লীগে টানা ১০ ম্যাচে গোলের কৃতিত্ব দেখিয়েছেন সিআর সেভেন। সবধরনের প্রতিযোগিতায় পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী পর্তুগীজ তারকা সর্বমোট ২৩ গোল করেছেন। অন্যদিকে গত মাসে মিলানে আসার পর ৩৮ বছর বয়সী ইব্রা করেছেন তিন গোল। এরপর ইব্রা বলেন, আমি দেখিয়েছি ৩৮ বছর বয়সেও কিভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া যায়। আমি আরও ভাল করতে চাই। দলের জন্য নিজের সেরাটা সবসময় দেয়ার চেষ্টা করি। রোনাল্ডোও ভাল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমি রেকর্ড গড়েছি, কিন্তু দল হেরেছে। তাই উচ্ছ্বাস করার সুযোগ নেই। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দলগত সাফল্য খুব দরকার। আশা করছি আমরা ঘুরে দাঁড়াতে পারব। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক দুই খেলোয়াড় রোনাল্ডো ও ইব্রাহিমোভিচকে ইতালিয়ান কাপে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন আরেক তারকা রোমেলু লুকাকু। বেলজিক স্ট্রাইকারের গোলেই ইন্টার হারিয়েছে মিলানকে। জুভেন্টাসের কোচ মাওরিসিও সারি তার দলের এ্যাওয়ে ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আছেন। বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস তাদের শেষ দুটি এ্যাওয়ে লীগ ম্যাচেই হেরেছে। ভেরোনার কাছে হারের পর সারি বলেছিলেন, আশা করছি কেউ একজন আমাদের সহযোগিতা করবে। আমাদের অবশ্যই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। এই মুহূর্তে হোম ও এ্যাওয়েতে আমাদের পারফর্মেন্স একেবারেই ভিন্ন। যা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি। গত বছর কোয়ার্টার ফাইনালে আটালান্টার কাছে হেরে বিদায় নেবার আগে টানা চার মৌসুম ইতালিয়ান কাপের শিরোপা জিতেছিল জুভেন্টাস। এবারও তারা শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নেমেছে। এ্যান্টোনিও কন্টের ইন্টার সেমিফাইনালের একমাত্র দল হিসেবে এই সপ্তাহে সিরি’এ লীগে জয়ী হয়েছে। নেপোলি টেবিলের নীচের দিকে থাকা লিসের কাছে ৩-২ গোলে বিধ্বস্ত হয়েছে। এসি মিলানকে হারানোর কারণে গোল ব্যবধানে জুভেন্টাসকে পেছনে ফেলে সিরি’এ টেবিলের শীর্ষে উঠে এসেছে ইন্টার। ২০১০ সালের পর এই প্রথম তারা লীগ শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। যে কারণে লীগের মতো ইতালিয়ান কাপও জমজমাট হয়ে উঠেছে। সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচ হবে আগামী ৪ ও ৫ মার্চ।
×