ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী যুবাদের সংবর্ধনা দেয়া হবে ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে

বিশ্বকাপ হাতে আজ ফিরছেন যুবারা

প্রকাশিত: ১২:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বকাপ হাতে আজ ফিরছেন যুবারা

মিথুন আশরাফ ॥ আইসিসি অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় করে আজ ফিরছেন আকবর, মাহমুদুল, ইমন, রকিবুল, শরিফুলরা। দক্ষিণ আফ্রিকা থেকে বিকেল ৫টার দিকে বিশ্বকাপ হাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বাংলাদেশ যুবারা। শুরুতে সকালে আসার কথা থাকলেও সময় পরিবর্তন হয়েছে। বিকেলে বিমানবন্দরে আসার পর যুব ক্রিকেটারদের অভ্যর্থনা জানানো হবে। এরপর ক্রিকেটারদের নেয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি একাডেমি ভবনে। যেখানে ক্রিকেটারদের থাকার ব্যবস্থাও আছে। একাডেমিতে ক্রিকেটারদের নিয়ে কিছু আয়োজন থাকছে। এরপর যারা ঢাকায় থাকেন তারা রাতেই বাসায় চলে যাবেন। যারা ঢাকার বাইরে থাকেন তারা বৃহস্পতিবার সকালে চলে যাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনই এমনটি জানিয়েছেন। মঙ্গলবার তিনি বলেছেন, ‘আপনারা জানেন যে অনুর্ধ-১৯ দল আগামীকাল (আজ) সকালে আসার কথা ছিল। এটা পরিবর্তন হয়ে এখন আগামীকাল (আজ) বিকেল ৫টার দিকে এসে পৌঁছাবে। ওইভাবেই পরিকল্পনা করা হচ্ছে। যেহেতু অনেকদিন ধরে ছেলেগুলো দেশের বাইরে ছিল, সবকিছু বিবেচনা করে আমরা যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে কিছু এ্যারেঞ্জমেন্ট রাখছি। বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে বোর্ডে নিয়ে আসার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানো হবে।’ সঙ্গে যোগ করেন, ‘বিমানবন্দর থেকে তাদের বিসিবিতে আনা হবে এবং কিছু আয়োজন রাখা হয়েছে। এরপর তারা পরিবারের কাছে চলে যাবে। এখন যে সিডিউল তাতে তো তাদের সকালেই যাওয়ার কথা। যারা ঢাকাতে আছেন তারা তো কাল (আজ) রাতেই চলে যাবেন।’ রবিবার, ৯ ফেব্রুয়ারি, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দিনটিতে যে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। হোক সেটি যুব বিশ্বকাপ। ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সাফল্যই কুড়িয়ে এনেছেন যুব ক্রিকেটাররা। যে কাজটি এখন পর্যন্ত বাংলাদেশের কোন ইভেন্টে মিলেনি। সেই কাজটি যুব ক্রিকেটাররা করে দেখিয়েছেন। তাও আবার শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারত যুব দলের মতো ফেবারিট দলকে বৃষ্টি আইনে ফাইনালে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ যুব দল। যে দলটি এর আগে সবচেয়ে বেশিবার চারবার যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল, ছয়বার বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা ছিল, সেই দলটিকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ যুব দল। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেই ইতিহাস গড়ে। শিরোপা ঘরে তুলে আনে। এমনকি অপরাজিত চ্যাম্পিয়নও হয়। ফাইনালে জেতার পথ অবশ্য সহজ ছিল না। ভারত যুব দলকে ১৭৭ রানে অলআউট করে দিয়ে যেখানে সহজ জয় পাওয়ার আশা দেখা হয় সেখানে ১৪৩ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ যুব দল। হারের শঙ্কায় পড়ে যায়। তবে অধিনায়ক আকবর আলীর (৪৩*) দৃঢ় ব্যাটিং আর ওপেনার পারভেজ হোসেন ইমনের (৪৭) দুর্দান্ত ব্যাটিংয়ের পর শেষদিকে রকিবুল হাসানের (২৫ বলে অপরাজিত ৯ রান) উইকেট আঁকড়ে থাকার অসাধারণ দক্ষতায় ম্যাচ জিতে বাংলাদেশ যুব দল। ৪২.১ ওভারেই খেলা শেষ হয়। বৃষ্টিতে ৪৬ ওভারে ১৭০ রানের টার্গেট দাঁড় হয়। তা করে ফেলে বাংলাদেশ যুবারা। ১৩তম যুব বিশ্বকাপ জয় করে নেয় আকবর আলী, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন, শামিম হোসেন, রকিবুল হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মুরাদরা। বাঁধভাঙ্গা উল্লাস হয়েছে। ক্রিকেটারদের এমন বিজয়ে গর্ব জড়িয়ে আছে। আছে কৃতিত্ব। আর সেই কৃতিত্ব যুব ক্রিকেটারদের। অনেক ত্যাগ স্বীকার করে এমন পর্যায়ে যেতে পেরেছেন যুব ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ওদের মধ্যে অনেকেই কিন্তু বিরাট ত্যাগ স্বীকার করেছে, যেটা আমরা সচরাচর দেখি না। এরা অনেকেই ত্যাগ স্বীকার করেছে, প্রচুর কষ্ট করেছে। যতটুকু বুঝতে পারছি তারা বাড়ি ফিরতে মুখিয়ে আছে। পরিবারের সঙ্গে দেখা করতে চায় যত দ্রুত সম্ভব। আমরা যেটা করছি, আমরা এয়ারপোর্টে যাব তাদের অভ্যর্থনা জানাতে। এরপর ওরা একাডেমিতে আসবে।’ এত বড় অর্জন। স্বাভাবিকভাবেই সংবর্ধনা ও পুরস্কারের ঘোষণার অপেক্ষা থাকছে। বড় আকারে সংবর্ধনা ও পুরস্কার ঘোষণা দেবে ক্রিকেট বোর্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে আজ বিকেলে যখন আকবরবাহিনী ফিরবেন তখন তাদের হাতে শিরোপা দেখা যাবে। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেটারদের হাতে বিশ্বকাপের শিরোপা দেখবে জাতি।
×