ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদাকে বন্দী রেখে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় ॥ রিজভী

প্রকাশিত: ১১:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২০

খালেদাকে বন্দী রেখে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়াকে বন্দী রেখে বর্তমান সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও দলের সিনিয়র যুগ্ম- মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, সোমবার তিনি বলেছেন, জনগণের প্রতি নাকি বিএনপির আস্থা নেই । বিদেশীদের কাছে নালিশ করাই নাকি বিএনপির কাজ। সভা-সমাবেশ করে জনগণের কাছে নাকি বিএনপি বক্তব্য তুলে ধরতে পারে না। তিনি ঠিক বলেননি। আমাদের তো সভা-সমাবেশ করতেই দেয়া হয় না। আর জনগণের প্রতি আওয়ামী লীগের আস্থাই থাকে তাহলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিচ্ছে না কেন? রিজভী বলেন, এক সময় বই মেলা ছিল সার্বজনীন। কিন্তু অমর একুশের বইমেলা এখন আওয়ামী লীগের বইমেলায় পরিণত হয়েছে। বইমেলার বিভিন্ন স্টল আওয়ামীকরণে সজ্জিত করা হয়েছে। বইমেলায় ঢুকলেই মনে হয় এটি যেন আওয়ামী লীগের কোন কাউন্সিল অধিবেশন। একদলীয় দুঃশাসনের প্রভাব পড়েছে একুশের বইমেলায়।
×