ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশেষ তহবিলের খবরে শেয়ার সূচক চাঙ্গা

প্রকাশিত: ০০:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২০

বিশেষ তহবিলের খবরে শেয়ার সূচক চাঙ্গা

অনলাইন ডেস্ক ॥ পুঁজিবাজারে বিনিয়োগের জন্য সরকার ব্যাংকগুলোকে বিশেষ তহবিল যোগানোর ঘোষণা দেওয়ায় সপ্তাহের তৃতীয় দিন লেনদেন চলছে চাঙ্গাভাব নিয়ে। মঙ্গলবার সকাল ১০টায় বাজারের শুরুর পর দশ মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক লাফে ৯৩ পয়েন্ট বা দুই শতাংশ বেড়ে যায়। এরপর এক দফা সামান্য নামলেও পরে মোটামুটি স্থিতিশীল সূচক নিয়ে এগোতে থাকে লেনদেন। বেলা ১১টা ৫০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০০ পয়েন্ট বা ২.২৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৮৬ পয়েন্টে অবস্থান করছিল। আর ওই সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২১৩ পয়েন্ট বা ১.৫ শতাংশ বেড়ে অবস্থান করছিল ১৩ হাজার ৫৯৪ পয়েন্টে। ডিএসইতে তখন পর্যন্ত ২১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর সিএসইতে হাতবদল হয় ৬ কোট ৫০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে তখন পর্যন্ত ৩১৯টির দর বাড়ে, আর কমে ১৫টির দাম। ১৬টি কোম্পানির শেয়ার দর তখনও অপরিবর্তিত ছিল। অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া ১৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৩৫টির দর বাড়ে, ১০টির কমে এবং ৯টির দাম অপরিবর্তিত থঅকে। জানুয়ারিতে পুঁজিবাজারে বড় ধসের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সপ্তাহ খানেক সূচকে উন্নতি দেখা গেলেও তা স্থায়ী হচ্ছিল না। শেষ ৭ কার্যদিবসের ৯৬ পয়েন্ট কমে যায় ডিএসইর প্রধান সূচক। এরই মধ্যে সোমবার পুঁজিবাজার চাঙ্গা করতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সুবিধা ও নীতিসহায়তা দেওয়ার ঘোষণা আসে। বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় বলা হয়, এখন থেকে যে কোনো ব্যাংক তার নির্ধারিত সীমার বাইরেও পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার ‘বিশেষ তহবিল’ গঠন করতে পারবে। ব্যাংকগুলো নিজস্ব অর্থে এই তহবিল গঠন করতে পারবে। তা না পারলে ট্রেজারি বিল/ট্রেজারি বন্ড রেপোর মাধ্যমে তারা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল গঠন করতে পারবে। ইচ্ছে করলে প্রথমে নিজেদের অর্থে তহবিল গঠন করে পরবর্তীতেও ট্রেজারি বিল/ট্রেজারি বন্ড রেপোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে ওই পরিমাণ অর্থ সংগ্রহ করা যাবে। এ সুবিধা ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
×