ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ

প্রকাশিত: ১৩:০০, ১১ ফেব্রুয়ারি ২০২০

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল চারজন। তবে সোমবার নতুন করে আরও চার জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির। আক্রান্তরা ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) সেন্টার এবং লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যেই আক্রান্তদের মধ্যে দুইজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন চিকিৎসকরা। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনএইচএস)-এর বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের। রোগী শনাক্ত করার পাশাপাশি ভাইরাসটির বিস্তার ঠেকাতে দ্রুততার সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। আক্রান্তদের জন্য সর্বোচ্চ সেবা এবং এর বিস্তার রোধে তাৎক্ষণিকভাবে জরুরী পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে ইতোমধ্যেই এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ৬৫১ জন। এর মধ্যে শুধু চীনেই আক্রান্ত হয়েছে ৪০ হাজার ১৯৭ জন। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের পর এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে সিঙ্গাপুরে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে আক্রান্ত হয়েছে ৩৩ জন।
×