ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ১২:২৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

বিসিএস কর্নার

১৬. ‘সংস্কৃতি’ গ্রন্থটির রচয়িতা কে? ক) কাজী মোতাহার হোসেন খ) মোতাহের হোসেন চৌধূরী গ) কাজী আব্দুল ওদুদ ঘ) আহমদ শরীফ ১৭. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? ক) ক্রীতদাসের হাসি খ) মাটি আর অশ্রু গ) হাঙর নদী গ্রেনেড ঘ) সারেং বউ ১৮. ‘কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ? Ñকার লেখা? ক) কৃষ্ণচন্দ্র মজুমদার খ) ঈশ্বর চন্দ্র গুপ্ত গ) কামিনী রায় ঘ) যতীন্দ্রমোহন বাগচী ১৯.‘ বীরবল’ ছদ্মনামে কে লিখতেন? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) মুনীর চৌধুরী গ) সমরেশ বসু ঘ) প্রথম চৌধুরী ২০. ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা? ক) কাজী এমদাদুল হক খ) মীর মশাররফ হোসেন গ) ইসমাইল হোসেন সিরাজী ঘ) মোহাম্মদ নজিবর রহমান ২১. ‘সৌম্য’ এর বিপরীত শব্দ- ক) শান্ত খ) কঠিন গ) উদ্ধত ঘ) উগ্র ২২. বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? ক) ৬টি খ) ৭টি গ) ৯টি ঘ) ১০টি ২৩. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? ক) সবিতা খ) অবনী গ) সুধাকর ঘ) কলানিধি ২৪. ‘আশীবিষ’ কোন সমাজ? ক) কর্মধারায় খ) তৎপরুষ গ) বঙ্গব্রীহি ঘ) অব্যয়ীভাব ২৫. কোন বানানটি শুদ্ধ? ক) সমীচীন খ) সমিচীন গ) সমীচিন ঘ) সমিচিন ২৬. নিচের কোন শব্দটি বিশেষ্য? ক) আধুনিক খ) অরণ্য গ) অধুনা ঘ) বিশ্বস্ত ২৭. কোন কোন বর্ণ মিলে ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিন হয়েছে? ক) ষ+ঞ খ) ষ+ন গ) ষ+ঙ ঘ) ষ+ণ ২৮. মৌলিক শব্দটি কোনটি? ক) গোলাপ খ) টেবিল গ) চেয়ার ঘ) শরবত ২৯. খাঁটি বাংলা শব্দ কোনটি? ক) হালুয়া খ) চাঁদ গ) ঈদ ঘ) ঢোল ৩০. ‘হেড মৌলভী’ কোন কোন ভাষার শব্দ? ক) ইংরেজি + ফার্সি খ) ইংরেজি + আরবি গ) ইংরেজি + তুর্কি ঘ) ইংরেজি + উর্দু ৩১. ‘কথা সাহিত্য’ বলতে কোনটি বোঝায়? ক) কথা নিয়ে সাহিত্য খ) সাহিত্যের কথা গ) নাটক ও আবৃত্তি ঘ) ছোট গল্প ও উপন্যাস ৩২. বৈরাগ্য সাধনেÑ আমরা নয় (শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি?) ক) ভক্তি খ) মুক্তি গ) শক্তি ঘ) যুক্তি ৩৩. বাংলা পিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল? ক) শিল্পকলা একাডেমি খ) বাংলা একাডেমি গ) ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ৩৪. ‘দশে মিলে করি কাজ’ ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি? ক) কর্তৃকারকে ৭মী খ) সম্প্রদান কারকে ৭মী গ) কর্তৃকারকে ২য় ঘ) কর্তৃকারকে ৪র্থী ৩৫. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’- এটা কোন ধরনের বাক্য? ক) যৌগিক বাক্য খ) সাধারণ বাক্য গ) মিশ্র বাক্য ঘ) সরল বাক্য
×