ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাবিব সানির ‘স্বপ্নলোক’

প্রকাশিত: ১২:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

হাবিব সানির ‘স্বপ্নলোক’

সংস্কৃতি ডেস্ক ॥ এই সময়ের প্রতিভাবান কণ্ঠশিল্পী ও অভিনেতা হাবিব সানি। সঙ্গীত চর্চার ধারাবাহিকতায় একাধিক মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন হাবিব সানি। এর মধ্যে তার প্রথম মৌলিক গান ‘স্বপ্নলোক’। ভালবাসা দিবস উপলক্ষে গতকাল সোমবার হাবিব সানির ‘স্বপ্নলোক’ শিরোনামের নতুন গান জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে গানের ভিডিও। গানটি রচনার পাশাপাশি সুর করেছেন শফিক তুহিন। আর গানটির জন্য সঙ্গীতায়োজন করেছেন সালমান জাঈম। ব্যতিক্রমী গল্পে গানের ভিডিও চিত্র নির্মাণ করেছেন মিন্টু খান। আর চিত্রায়নে শিল্পী হাবিব সানির সঙ্গে মডেল হয়েছেন জুলিয়া জুঁই। নিজের নতুন গান প্রসঙ্গে শিল্পী হাবিব সানি বলেন, ভালবাসা দিবস উপলক্ষে আমার নতুন গান প্রকাশ করেছি। সুতরাং বোঝাই যাচ্ছে এটি ভালবাসার গান। ভালবাসার মিষ্টি উপাখ্যানের গান। আমরা পুরো টিম একসঙ্গে চেষ্টা করেছি একটি সুন্দর কাজ উপহার দেয়ার। বাকিটা শ্রোতারা বিবেচনা করবেন। শিল্পী ও অভিনেতা হাবিব সানির জন্ম নারায়নগঞ্জ জেলা বন্দরের রোস্তমপুর গ্রামে। তার বাবা মোঃ ছানোয়ার হোসেন, মা ইয়াছমিন বেগম। নারায়নগঞ্জ জেলার ৫নং সোহরাব মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, বিএম ইউনিয়ন হাই স্কুল কলেজ থেকে এসএসসি, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি এবং বিবিএস পাস করেন। বর্তমানে ঢাকার উত্তরায় বসবাস করছেন। সঙ্গীতে হাতে খড়ি ঢাকা ব্রিলিয়ান্ট হাই স্কুল। সঙ্গীতের ক্ষেত্রে গিটারের হাতে খড়ি গীতাঞ্জলি ললিতকলা একাডেমিতে। ৫ বছর ধরে সঙ্গীতে তালিম নিচ্ছেন। তপন সাহার কাছে গীটার এবং সঙ্গীত শিক্ষক কবিতার কাছেও নিয়মিতভাবে তালিম নিচ্ছেন হাবিব সানি। সঙ্গীত চর্চার পাশাপাশি টিভি নাটকে অভিনয় ও মডেলিংয়ের সঙ্গেও যুক্ত হাবিব সানি। তার অভিনীত ‘ডার্ক উইন্ডো’ নাটকটি ২০১৯ সালের ২৮ ডিসেম্বর একুশেটিভিতে প্রচার হয়। দয়াল সাহা রচিত নাটকটি পরিচালনা করেন অভ্র মাহমুদ। এছাড়া খান আমিরের পরিচালনায় ‘ভুল প্রেম’ নামের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন। ভিডিওটি আগামীকাল ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রিলিজ হবে। এছাড়া একাধিক কাজের কথা বার্তা চলছে বলে জানান হাবিব সানি।বর্তমানে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির সাংস্কৃতিক বিভাগে যুক্ত হাবিব সানি নিজের মৌলিক গান ও স্টেজ প্রোগাম নিয়ে ব্যস্ত আছেন। নিজের সঙ্গীত ক্যারিয়ারের জন্য বাবা-মা’র পাশাপাশি গীতাঞ্জলি’র প্রধান মাহবুব আমিন মিঠুর কাছে কৃতজ্ঞ হাবিব সানি। নিয়মিত সঙ্গীত চর্চার নতুন নতুন মৌলিক গান প্রকাশ করবেন শিল্পী হাবিব সানি। তার নিষ্ঠা, একাগ্রতার মাধ্যমে এগিয়ে যাবেন কাঙ্খিত লক্ষে। শিল্পীর জন্য অনেক অনেক শুভ কামনা।
×