ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুুজিববর্ষে হাসান সিদ্দিকীর ব্যতিক্রমী গান ‘বঙ্গবন্ধু’

প্রকাশিত: ১২:১১, ১১ ফেব্রুয়ারি ২০২০

মুুজিববর্ষে হাসান সিদ্দিকীর ব্যতিক্রমী গান ‘বঙ্গবন্ধু’

স্টাফ রিপোর্টার ॥ প্রতিভাবান সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার হাসান সিদ্দিকী। এ পর্যন্ত তার দুটি এ্যালবাম প্রকাশ হয়েছে। এর মধ্যে ২০১৪ সালে তার প্রথম এ্যালবাম ‘দুই দিনের দুনিয়া’ এবং ২০১৫ সালে ‘চোখের জল’ শিরোনামে এ্যালবাম রিলিজ দুটি হয়েছিল। এ্যালবাম দুটির গানগুলো শ্রোতামহলে ব্যাপক সাড়া পরে যায়। গানে নিয়মিত না হলেও গান রচনা ও সুর দেয়ার কাজটি মাঝে মধ্যেই করেন শিল্পী হাসান সিদ্দিকী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের কথা ও সুরে নতুন একটি চমক লাগা গান কণ্ঠে ধারণ করেছেন তরুণ শিল্পী হাসান সিদ্দিকী। বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘ব’-আদ্যাক্ষর দিয়ে গান রচনা করেছেন হাসান সিদ্দিকী। ‘বঙ্গবন্ধু’ শিরোনামের গানটির বৈশিষ্ট্য হলো শুরু থেকে শেষ পর্যন্ত যত শব্দ ব্যবহার করা হয়েছে তার প্রত্যেকটির প্রথম অক্ষর ‘ব’। গানটির মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এবং দেশের মানুষের প্রতি ভালবাসা প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য, জাতির পিতা বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়, বাংলার ও বাংলা ভাষায় স্বাধীনতা অর্জন এবং বিশ্বে বাঙালী জাতির শ্রেষ্ঠত্ব ও শ্রেষ্ঠ জাতির তাৎপর্য উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। গানটিতে মোট ৪১টি শব্দ ব্যবহার করা হয়েছে আর সম্পূর্ণ গানটি গাইতে শব্দগুলো মোট উচ্চারিত হয় ১৫৭ বার, যা আদ্যাক্ষর দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে দেশের ইতিহাসে প্রথম কোন গান। লেখার পাশাপাশি নিজের সুরে গানটি গেয়েছেন শিল্পী হাসান সিদ্দিকী। সঙ্গীতায়োজন করেছেন হালের অন্যতম সঙ্গীত পরিচালক মোঃ আশিকুর রহমান। গানটি জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউটিউব চ্যানেল ‘সিদ্দিকী মিউজিক স্টেশনে (এসএমএস) প্রকাশ করা হবে। গানটি প্রসঙ্গে হাসান সিদ্দিকী বলেন, আমাদের বাঙালী জাতির জন্য প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার যা করেছেন সে জন্য আমরা বাঙালী জাতি হিসেবে বঙ্গবন্ধু ও তার পরিবারের কাছে চিরঋণী। ২০১৫ সালে ‘ম’-আদ্যাক্ষর দিয়ে মাকে নিয়ে আমার ব্যতিক্রমী গানটি করার পর চিন্তা করি, এ দেশের যিনি স্থপতি, বাংলাদেশের সকল মানুষের জন্য যার বুক ভরা ভালবাসা, যিনি ডাক না দিলে এই দেশ স্বাধীন হতো না সেই মহান নায়ক বঙ্গবন্ধুকে নিয়ে ভিন্ন রকম একটি দেশের গান করার এবং যা হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম। তারই ধারাবাহিকতায় ২০১৬ ও ২০১৭ সালে জাতির পিতাকে নিয়ে ‘ব’-আদ্যাক্ষর দিয়ে ‘বঙ্গবন্ধু’ শিরোনামে একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে ব্যতিক্রমী গানটি রচনার পাশাপাশি সুর দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আমি গানটি বাঙালী জাতির পিতার শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেই এই গানটি করেছি। গানটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার সৌভাগ্য হয়নি তবে, ইতোমধ্যে গানটির একটি লিরিক্যাল স্মারক মহান জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী (এমপি)কে উপহার দিয়েছি। আশা করি গানটির কথা, সুর ও গায়কী সবার ভাল লাগবে। সবাই দোয়া করবেন পাশে থাকবেন যেন আরও ভাল ভাল কথার অর্থবহ গান আপনাদের উপহার দিতে পারি। হাসান সিদ্দিকীর কথা, সুর ও কণ্ঠে ধারণকৃত ‘বঙ্গবন্ধু’ শিরোনামের গানের কথাগুলো হলো ‘বাংলার বুকের বন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, বাংলাদেশের বুকের বন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, বাঙালীর বুকের ব্যথিত ব্যথা বুঝেছিলেন বিজ্ঞ-বন্ধু বঙ্গবন্ধু-বঙ্গবন্ধু-বঙ্গবন্ধু-বঙ্গবন্ধু, বজ্রকণ্ঠী বক্তৃতায় বেঁধেছিলেন বিশ্ব বাঙ্গালীদের বরেণ্য বুদ্ধি বিশালতায় বুঝিয়েছেন বিশ্ববাসীদের, বিতাড়িত বঞ্চিত, বাঙ্গালীর বিজ্ঞ-বন্ধু, বাঙ্গালী পিতা বঙ্গবন্ধুর বিপ্লবী বাক্যে বিরোধিতাকারী বেঈমানরা বিস্মিত বীভৎসে, বাংলার বাক-স্বাধীনতা, বাঁচিয়েছেন বিজয়-বন্ধু, বাস্তব-বাদী বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের বীরত্বে বাঁচিয়েছিলেন বাঙ্গালীদের বিভীষিকাময় বিজয়ত্বে, বীরশ্রেষ্ঠ বিশ্বে বাঙ্গালী, বিস্ময় বিশ্ববন্ধু’।
×