ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্কারে সেরা চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’

প্রকাশিত: ১২:১১, ১১ ফেব্রুয়ারি ২০২০

অস্কারে সেরা চলচ্চিত্র দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’

সংস্কৃতি ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘প্যারাসাইট’ এ্যাকাডেমি এ্যাওয়ার্ডসের ৯২তম আসরে এসে ইতিহাস গড়ল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গত রবিবার সন্ধ্যায় বিশ্বের এই সেরা চলচ্চিত্র অঙ্গনের পুরস্কার প্রদানের আসর বসে। এই আসরে প্রথমবারের মতো ইংরেজীর বাইরে অন্য কোন ভাষার চলচ্চিত্র পেল সেরা চলচ্চিত্রের অস্কার। শুধু সেরা চলচ্চিত্র নয়, রবিবার অস্কারের সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন ‘প্যারাসাইট’ এর পরিচালক বং জুন হো। বিদেশী ভাষার সেরা চলচ্চিত্র এবং মৌলিক চিত্রনাট্যের দুটো অস্কারও গেছে তার দখলে। এছাড়া ‘জোকার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন যোয়াকিন ফিনিক্স। আর রেনে জেলভেগার। এছাড়া ওবামা দম্পত্তি প্রযোজিত প্রথম চলচ্চিত্র সেরা ডকুমেন্টারি হিসেবে অস্কার জিতেছে। বরাবরের মতোই লস এ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে অস্কার রজনীর এই জমকালো আসর। গতবারের মতো এবারের আসরেও কোন হোস্ট ছিল না। তার বদলে রবিবারের অস্কার রজনী পেয়েছে ‘ডাবল হোস্ট’। জেনেলি মোনার পারফর্মেন্সের পর সাবেক দুই হোস্ট স্টিভ মার্টিন এবং ক্রিস রক মঞ্চে আসেন পুরস্কার বিতরণী সূচনার চিরাচরিত মনোলগ আওড়াতে। এরপর একে একে অন্য সেলিব্রেটিরা এসে বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। এবার অস্কারের শুরু থেকেই আলোচনায় থাকা টড ফিলিপসের চলচ্চিত্র ‘জোকার’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিততে না পারলেও মূল ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য ঠিকই সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন হোয়াকিন ফিনিক্স। মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে মার্কিন অভিনেত্রী-গায়িকা জুডি গারল্যান্ডের রূপ ধরে জুডি চলচ্চিত্রের পর্দায় ফেরা রেনে জেলভেগার জিতে নিয়েছেন এবারের সেরা অভিনেত্রীর পুরস্কার। অস্কারের শ্রেষ্ঠ যারা : শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘প্যারাসাইট’, শ্রেষ্ঠ অভিনেতা যোয়াকিন ফিনিক্স (জোকার), শ্রেষ্ঠ অভিনেত্রী রেনে জেলভেগার (জুডি), শ্রেষ্ঠ পরিচালক বং জুন হো (প্যারাসাইট), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ব্র্যাড পিট (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী লরা ডার্ন (ম্যারেজ স্টোরি), চিত্রনাট্য (মৌলিক) ‘প্যারাসাইট’, চিত্রনাট্য (এ্যাডপটেড) জো জো র‌্যাবিট, বিদেশী ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘প্যারাসাইট’, পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘আমেরিকান ফ্যাক্টরি’, পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র ‘টয় স্টোরি- ৪’, সিনেমাটোগ্রাফি ‘রজার ডিকিনস’ (১৯১৭)। অস্কার জিতলো ওবামা দম্পতির প্রথম চলচ্চিত্র : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার নতুন প্রযোজনা সংস্থার তৈরি চলচ্চিত্র সেরা ডকুমেন্টারির জন্য অস্কার জিতে নিয়েছে। একযুগ আগে মন্দার সময় ওহাইয়োর গাড়ি নির্মাণ শ্রমিকদের জীবনের ঘটনা প্রবাহকে উপজীব্য করে নির্মিত ‘আমেরিকান ফ্যাক্টরি’ নামে তথ্যচিত্রটি ওবামা দম্পতির কোম্পানি থেকে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র। ইন্টারনেটে চলচ্চিত্র প্রদর্শন সেবাদাতা নেটফ্লিক্সের সহযোগিতায় ২০১৮ সালে ‘হায়ার গ্রাউন্ড প্রডাকশন্স’ নামে এই কোম্পানি গঠন করেন সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মিশেল। জুলিয়া রিকহার্ট ও স্টিভেন বগনারের পরিচালনায় তাদের প্রযোজনা সংস্থার প্রথম চলচ্চিত্র একাডেমি এ্যাওয়ার্ডসের ৯২তম আসরে ডকুমেন্টারি ক্যাটেগরিতে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে ২০১৯ সালে সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে সেরা যুক্তরাষ্ট্রের সেরা তথ্যচিত্র পরিচালনার পুরস্কার জিতে নেয় ‘আমেরিকান ফ্যাক্টরি’। অর্থনৈতিক বিপর্যয় ও সংস্কৃতির সংঘাতকে বিষয়বস্তু হিসেবে নিয়ে নিরীক্ষাধর্মী চলচ্চিত্রটি ওহাইয়োর মোরাইনের বন্ধ হওয়া জেনারেল মোটরস কারখানা সেসব শ্রমিকদের অভিজ্ঞতা তুলে ধরেছে, কারখানাটি চীনা মালিকানায় পুনরায় চালু হওয়ার আগে যাদের ছয় বছর বেকার থাকতে হয়েছিল। পুরস্কার গ্রহণ করে অন্যতম পরিচালক রিকহার্ট বলেন, ওহাইয়ো ও চীন থেকে উদ্ভূত আমাদের চলচ্চিত্র। কিন্তু এটা যে কোন জায়গা থেকে হতে পারত, যেখানে মানুষ ইউনিফর্ম পরে ঘড়ির কাঁটার সঙ্গে দৌঁড়ায় শুধুমাত্র পরিবারের উন্নত জীবনের জন্য। শ্রমজীবী মানুষের জন্য জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমরা বিশ্বাস করি, বিশ্বের শ্রমজীবী মানুষ যখন ঐক্যবদ্ধ হবে তখন অবস্থার পরিবর্তন হবে, কমিউনিস্ট ইশতেহার থেকে শ্রমিক শ্রেণীর মূলমন্ত্র বিখ্যাত মার্কসবাদী সেøাগান তুলে ধরে বলেন তিনি। অস্কার ঘোষণার অনুষ্ঠানে ওবামা দম্পতির কেউ উপস্থিত না থাকলেও মঞ্চে কৃতজ্ঞতা স্বীকারের সময় হায়ার গ্রাউন্ড প্রডাকশন্সের কথা তুলে ধরেন পরিচালক বগনার। পরে বারাক ওবামা এক টুইটে লেখেন, ‘আমেরিকান ফ্যাক্টরি’র নির্মাতা জুলিয়া ও স্টিভেনকে অভিনন্দন। ভঙ্গুর অর্থনৈতিক পরিবর্তনের নিতান্ত মানবিক পরিণতি নিয়ে তারা এমন জটিল ও গতিশীল গল্প উপহার দিয়েছেন। হায়ার গ্রাউন্ডের প্রথম মুক্তি পাওয়া চলচ্চিত্রের জন্য মেধাবী ও আগাগোড়া ভাল দু’জন মানুষ অস্কার জেতায় আমরা আনন্দিত।
×