ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিকে ব্রাজিল

প্রকাশিত: ১২:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিকে ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ বহু সাধনার পর ২০১৬ রিও অলিম্পিকে ফুটবল ইভেন্টে স্বর্ণপদক জয় করে ব্রাজিল। এর মধ্য দিয়ে সেলেসাওরা অধরা অলিম্পিক সাফল্য পায়। চার বছর পর আগামী জুনে জাপানের টোকিওতে ফের বসতে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর। কিন্তু এই আসরে ব্রাজিলের খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিল। তবে শঙ্কা কাটিয়ে ব্রাজিলের যুবারা অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে। সোমবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের ম্যাচে ৩-০ গোলে জিতেছে পেলের দেশের যুবারা। প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা। নিজেদের তৃতীয় ম্যাচটি তাই ব্রাজিলের জন্য ছিল বাঁচা-মরার। এই লড়াইয়ে ম্যাচের ১১ মিনিটে পাউলিনহোর গোলে ব্রাজিল এগিয়ে যায়। এরপর দলটির হয়ে বাকি গোল দু’টি করেন ম্যাথিউস কুনিয়া। এবার স্বাগতিক জাপানসহ ১৬ দল নিয়ে হবে অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্ট। কনমেবল থেকে সুযোগ পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আরেক ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েও অলিম্পিকের টিকেট কাটতে পারেনি উরুগুয়ে।
×