ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-জিম্বাবুইয়ে ওয়ানডে সিরিজ সিলেটে

প্রকাশিত: ১২:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশ-জিম্বাবুইয়ে ওয়ানডে সিরিজ সিলেটে

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট ক্রিকেট এ্যাসোসিয়েশনের অনুরোধে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রাম থেকে সিলেটে স্থানান্তর করেছে বোর্ড। জিম্বাবুইয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রাথমিক সূচী অনুযায়ী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিনটি ওয়ানডে ম্যাচ। নতুন সূচী অনুযায়ী একই তারিখে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে জিম্বাবুইয়ে জাতীয় ক্রিকেট দলের। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের সঙ্গে বিকেএসপিতে দুইদিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে তারা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সিলেট সফর করবে দল দুটি। ১, ৩ ও ৬ মার্চ তিন ম্যাচের সিরিজ শেষ করে দল দুটি ঢাকায় ফিরে আসবে। ঢাকায় আগামী ৯ ও ১১ মার্চ দুই ম্যাচের টি-২০ সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে দুই দল। মিলান ডার্বি জিতে শীর্ষে ইন্টার স্পোর্টস রিপোর্টার ॥ রুদ্ধশ্বাস মিলান ডার্বি জিতে ইতালিয়ান সিরি’এ লীগে শীর্ষে উঠেছে ইন্টার মিলান। রবিবার রাতে দুই গোলে পিছিয়ে পড়েও অতিথি এসি মিলানকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার। এই জয়ে ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ৩২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে এসি মিলান। ম্যাচের প্রথমার্ধে আন্টে রেবিচ ও জ¬াতান ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় এসি মিলান। দ্বিতীয়ার্ধে শুরুতে দুই মিনিটের ব্যবধানে ইন্টারের হয়ে সমতা আনেন মার্সেলো ব্রজোভিচ ও মাটিয়াস ভেসিনো। এরপর ৭০ মিনিটে স্টেফান ফ্রেইয়ের গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে (৯৩ মিনিট) মিলানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বেলজিক তারকা রোমেলু লুকাকু। পিএসজির বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ দলের সেরা তারকা নেইমারের অনুপস্থিতিতে বড় জয় পেয়েছে পিএসজি। নিজেদের মাঠে এদিন তারা ৪-২ গোলে পরাজিত করেছে লিঁওকে। প্রথমার্ধে এ্যাঞ্জেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপের গোলে লিঁওকে একেবারেই কোণঠাসা করে ফেলে প্যারিস জায়ান্টরা। তবে ঘুরে দাঁড়ানোর মানসিক প্রস্তুতি নিয়ে দ্বিতীয়ার্ধের লড়াই শুরু করে লিঁও। যদিও শুরুতে ফের হোঁচট খেতে হয় তাদের। পিছিয়ে পড়া দলটি আরও একধাপ নেমে যায় যখন ফার্নান্দোর আত্মঘাতী গোলটিও হজম করতে হয়। ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে লিঁয় প্রথমার্ধের গোল দুটি পরিশোধ করলেও বাকিটা আর শোধ দিতে পারেনি। শেষ ভাগে এডিনসন কাভানি গোল করলে ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারী লিঁয়কে। আগের মৌসুমে এই মাঠেই ৫-০ গোলের বিশাল ব্যবধানে হার মানতে হয়েছিল তাদের। ২২ মিনিটেই গোলের দেখা পায় পিএসজি। ইদ্রিসা গুয়েইর যোগান থেকে বল পেয়ে নীচু শটে লক্ষ্য ভেদ করেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। ম্যাচের ৩৮ মিনিটে থমাস মুনিরের স্কয়ার কাট থেকে বল নিয়ে মৌসুমের ১৫তম লীগ গোল করেন এমবাপে।
×