ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতকে হোয়াইটওয়াশ করতে চায় নিউজিল্যান্ড

প্রকাশিত: ১২:০৮, ১১ ফেব্রুয়ারি ২০২০

ভারতকে হোয়াইটওয়াশ করতে চায় নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০তে নিউজিল্যান্ড আগে যেখানে ভারতের কাছে কখনই টানা দুটি ম্যাচে হারেনি, সেখানে ঘরের মাটিতে এবার ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর গোটা ক্রিকেটবিশ্বই চমকে গিয়েছিল। তেতে ওঠা কিউইদের প্রতিশোধ নিতে অবশ্য সময় লাগেনি। টানা দুই ওয়ানডেতে বিরাট কোহলিদের উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টম লাথামের দল। এবার মোড়লদের হোয়াইটওয়াশ করতে প্রস্তুত নিউজিল্যান্ড। স্বাগতিকদের জন্য সুখবর পুরোপুরি ফিট নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরছেন এই ম্যাচে। ভারপ্রাপ্ত অধিনায়ক আগেই জানিয়েছিলেন সিরিজ ৩-০ করাই তাদের একমাত্র লক্ষ্য, তার সঙ্গে সুর মিলিয়েছেন তারকা পেসার টিম সাউদিও। অন্যদিকে টি২০ বিশ্বকাপের বছর টি২০ সিরিজের সাফল্যে সন্তুষ্ট ভারত অধিনায়ক বিরাট কোহলি শেষ ওয়ানডে জিতে হারের ব্যবধান কমাতে চাইছেন। মাউন্ট মঙ্গানুইয়ে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল আটটায়। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়া নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম বলেন, ‘দুটি ম্যাচেই আমরা দারুণ ক্রিকেট খেলেছি। প্রথম ম্যাচে বিশাল স্কোর টপকে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতকে অল্পতে গুটিয়ে দিয়েছি। সিরিজটা ৩-০ ব্যবধানে জিততে পারলে সেটা হবে দারুণ কিছু। আমরা প্রস্তুত।’ আর তারকা পেসার টিম সাউদি বলেন, ‘টি২০ সিরিজটা আমাদের জন্য ছিল দুর্ভাগ্যের। দুটি ম্যাচে সুপার ওভারে, আর একটিতে শেষ মুহূর্তে গিয়ে হেরেছি, তা না হলে ফল অন্যরকম হতে পারত। হয়তো পরিকল্পনায় সামান্য এদিক-ওদিক হয়ে গিয়েছিল। কিন্তু ওয়ানডেতে যে আমরা ভিন্ন ঘারানার দল, বিশ্বকাপ থেকেই সেটি প্রমাণ করে এসেছি। এ ধারা অব্যাহত রেখে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করতে চাই।’ উল্লেখ্য, গত বছর ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল কোহলিদের। এরপর ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ম্যাচ হেরেও দুটি সিরিজই জিতেছিল তারা। এই সিরিজে যেটিকে জ্বালানি হিসেবে উল্লেখ করেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু বিশ্বকাপের ফাইনালিস্টদের হারানো যে মোটেই সহজ নয় সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছে সফরকারীরা। প্রথম ওয়ানডেতে তো ৩৪৭ রান করেও জিততে পারেনি কোহলিরা। উল্টো নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান টপকে জয়ের রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ২৭৩ রানের জবাবে ২৫১ রানে গুটিয়ে গিয়ে ভারতের হার ২২ রানে। টি২০ বিশ্বকাপের বছর কোহলি অবশ্য ওয়ানডেকে বড় করে দেখছেন না, ‘হ্যাঁ ওয়ানডেতে আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে দর্শক কিন্তু ভাল দুটি ম্যাচ উপভোগ করেছে। আমাদের ভাবতে হবে, তবে খুব বেশি হা-হুতাশ করার নেই। শেষ ম্যাচ জিতে ব্যবধান কমানোর লক্ষ্য থাকবে। তবে আমি যেটা আগেও বলেছি, সেটা আবারও বলছি। অস্ট্রেলিয়ায় এ বছর টি২০ বিশ্বকাপ আছে। পাশাপাশি টেস্টের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে। এ বছর তাই আমাদের কাছে টি২০ এবং টেস্টের প্রাসঙ্গিকতা অনেক বেশি।’ যদিও তুখোড় দুই উইলোবাজ রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ইনজুরির কাছে সিরিজে ভারতের হয়ে ওপেনিং করছেন ওয়ানডের নতুন দুই মুখ পৃথ্বী শ’ এবং মায়াঙ্ক আগারওয়াল। ২০১৯-এর মার্চের পর ভারত কখনই কোন ফরমেটের ক্রিকেটে সিরিজ হারেনি, সেখানে এবার ‘হোয়াইটয়াশ’ এড়ানোর কঠিন লড়াই। কোহলিদের জন্য প্রেরণা হতে পারে, এই মাউন্ট মঙ্গানুইয়ে শেষ দুই ওয়ানডেতে হারেনি তারা। উইলিয়ামসনের ইনজুরি গুরুতর ছিল না। তবু টেস্ট সিরিজের কথা ভেবে রঙিন পোশাকে বিশ্রামে ছিলেন। এবার টেস্টের আগে তাই এই ওয়ানডে দিয়ে গা-গরম করে নেবেন নিউজিল্যান্ড অধিনায়ক। অন্যদিকে টেস্টের কথা ভেবেই বিশ্রাম দেয়া হতে পারে ভারতের দুই গুরুত্বপূর্ণ পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিকে। যেতেতু সিরিজ আগেই শেষ তাই একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন খোদ সফরকারী অধিনায়ক বিরাট কোহলি।
×