ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তবু খুশি ডি কক

প্রকাশিত: ১২:০৬, ১১ ফেব্রুয়ারি ২০২০

তবু খুশি ডি কক

স্পোর্টস রিপোর্টার ॥ কঠিন পরিস্থিতির মধ্যে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কুইন্টন ডি কক। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই দাপুটে জয়, সঙ্গে দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচসেরা। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত। তৃতীয় ও শেষ ম্যাচে মাত্র ২ উইকেটের হারে সিরিজ ১-১এ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে প্রোটিয়াদের। ১০৭-এর পর এদিন ৬৯ রান করে সিরিজসেরা হয়েছেন ডি কক। রঙিন পোশাকের তরুণ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক বলেন, ‘ম্যাচটা ছিল সত্যি বেশ টাইট। আমাদের সুযোগ ছিল। কিন্তু স্থায়ুর চাপ সামলে শেষ পর্যন্ত ইংল্যান্ড জয় তুলে নিয়েছে। আমাদের এই দলটা বেশ তরুণ। সবাই শেষ পর্যন্ত চেষ্টা করেছে। সিরিজে নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট আমরা। সময়ের সঙ্গে সঙ্গে আরও ভাল কিছু আসবে।’ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন সফরকারী অধিনায়ক ইয়ন মরগান। স্পিনার আদিল রশিদ ও মঈন আলীর ঘূর্ণিতে তাদের ৭ উইকেটে ২৫৬ রানে রুখে দেয় ইংল্যান্ড। ৫১ রানে ৩ উইকেট নেন ম্যাচের নায়ক রশিদ। এদিনও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন প্রোটিয়া অধিনায়ক ডি কক, সঙ্গে ডেভিড মিলার। দুজনেই ৬৯ রানের ইনিংস উপহার দিয়েছেন। মিলার ছিলেন আক্রমণাত্মক। ডি কক ফিরে গেলেও ৪টি চার ও ৪টি ছয়ে অপরাজিত ছিলেন মিলার। জবাবে উদ্বোধনী জুটিতে স্কোর বোর্ডে ৬১ রান জমা হয় ইংল্যান্ডের। জনি বেয়ারস্টো ৪৩ রানে বিদায় নিলে কিছুটা ধস নামে ইংলিশ শিবিরে। সেই ধাক্কা সামাল দেন জো রুট ও জো ডেনলি। রুট ফেরেন ব্যক্তিগত ৪৯ রানে। ডেনলি ৬৬ রানে ফিরলেও ততক্ষণে ইংল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ২৩২ রান। দ্রুত কিছু উইকেট তুলে রোমাঞ্চ ছড়িয়েছিল প্রোটিয়ারা। তবে ৮ উইকেট হারিয়েও ৪৩.২ ওভারে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। লুঙ্গি এনগিদি ও রিজা হেনড্রিকস নিয়েছেন ৩টি করে উইকেট। সফরে চার টেস্টের সিরিজ ৩-১এ জিতে নেয়ার পর ওয়ানডে ১-১এ ড্র করা ইংলিশরা এবার তিন ম্যাচের টি২০তে প্রোটিয়াদের মুখোমুখি হবে। ইস্ট লন্ডনে প্রথম ম্যাচ বুধবার।
×