ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী বাংলাদেশ বন্দনা

প্রকাশিত: ১২:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বব্যাপী বাংলাদেশ বন্দনা

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। বাংলাদেশের ক্রিকেটে এটিই সর্বোচ্চ সাফল্য এবং আইসিসির কোন বড় ইভেন্টে প্রথম শিরোপা জয়। এমন গৌরবান্বিত সাফল্যের পর বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটার, ক্রিকেট বোর্ডসহ প্রশংসা ও অভিনন্দনে ভাসিয়ে দিয়েছেন বাংলাদেশের যুবাদের। এমনকি ভারতকে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) অভিনন্দন জানিয়েছেন আকবর আলীদের। সামাজিক যোগাযোগের মাধ্যমে টম মুডি, ইয়ান বিশপ, হরভজন সিং, ইরফান পাঠান, শোয়েব মালিক, কামরান আকমল, মোহাম্মাদ কাইফসহ আরও অনেক বর্তমান ও সাবেক ক্রিকেটাররা অভিনন্দন জানিয়েছেন। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতেছিল বাংলাদেশ। তবে সেটি ছিল সহযোগী সদস্য দেশের টুর্নামেন্ট। এছাড়া বড় কোন আসরে শিরোপা আসেনি বাংলাদেশের ক্রিকেটে। সেরা সাফল্য বলতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া। এবার আকবরের নেতৃত্বে যুব বিশ্বকাপের ট্রফি জিতেছে বাংলাদেশের যুবারা। আর তাই চারদিকে অভিনন্দনের জোয়ার। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি তার টুইট বার্তায় বলেন, ‘জয়টা বাংলাদেশেরই প্রাপ্য ছিল।’ অন্যতম ফেবারিট, গত আসরের চ্যাম্পিয়ন ও সবমিলিয়ে ৪ বার শিরোপা জেতা ভারতকে হারিয়ে এসেছে এই সাফল্য। তবু বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআই। বিসিসিআই অফিসিয়াল টুইট বার্তায় লিখেছে, ‘ভাল লড়াই করেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের ফাইনালে দারুণ সমাপ্তি, অভিনন্দন বাংলাদেশ।’ ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে দাবি করেছেন যোগ্যতর দল হিসেবেই শিরোপা জিতেছে বাংলাদেশ দল। তিনি টুইটে লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বিশাল বড় একটা মুহূর্ত। আজকের ম্যাচের হিসেবে এই জয় তাদের প্রাপ্যই ছিল।’ ভারতের সাবেক পেস অলরাউন্ডার ইরফান পাঠানও বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ জেতার জন্য বাংলাদেশ অনুর্ধ-১৯ দলকে অভিনন্দন। ক্রিকেটের জন্য অবশ্যই দুর্দান্ত কিছু করা উচিত। ভারতও ভাল চেষ্টা করেছে।’ সাবেক ভারতীয় স্পিনার হরভজন এ আকর্ষণীয় ফাইনাল দেখে মুগ্ধ, ‘অনুর্ধ-১৯ দলের দুর্দান্ত একটা ফাইনাল ছিল এটা। অভিনন্দন, বিসিবি টাইগার্স বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। টিম ইন্ডিয়ার চিন্তার কোন কারণ নেই, তোমরা চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলেছ।’ যুব বিশ্বকাপের ফাইনালে শুরু থেকেই পাকিস্তানীরা বাংলাদেশ দলকে সমর্থন দিয়েছে। আকবররা শিরোপা জেতার কারণে তাদের উচ্ছ্বাসটা যেন অনেক বেশিই। পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের জয়কে ‘ঈদ মুবারক’ হিসেবে উল্লেখ করেছে। পাকিস্তানের ক্রিকেট উপস্থাপক ও দেশটির নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মির টুইট করেন, ‘বাংলাদেশ ক্রিকেট বিশ্বকে কঠিন একটা বার্তা দিল। অনুর্ধ-১৯ বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন, বাংলাদেশ।’ অভিনন্দন জানিয়েছেন পাক উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমলও। তিনি টুইটারে লিখেছেন, ‘অনুর্ধ-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশকে অভিনন্দন। ভারতের ভাগ্য খারাপ। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই ম্যাচটি দারুণ ছিল।’ পাক অলরাউন্ডার শোয়েব মালিক টুইটে আকবরদের প্রশংসা করেছেন, ‘অনুর্ধ-১৯ বিশ্বকাপে বিজয়ী হওয়ার জন্য অনেক অভিনন্দন। আমি টুর্নামেন্টটি খুব কাছ থেকে দেখেছি এবং দেখে মনে হচ্ছে বিশ্বের অনেক তরুণ প্রতিভা এখান থেকে উঠে আসছে। তাদের অগ্রগতি দেখতে আমি উন্মুখ হয়ে আছি। তবে আপাতত ছেলেরা উদযাপন করুক।’ সাবেক ক্যারিবীয় অলরাউন্ডার ও বর্তমানে ধারাভাষ্যকার বিশপ টুইটারে বিসিবি টাইগার্সকে মেনশন করে লিখেছেন, ‘এই তরুণ তারকাদের নিয়ে দারুণ সন্তুষ্ট। আশাকরি তাদের মধ্যে অনেক ভবিষ্যতের মহাতারকা আছে।’
×