ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাপসের আসনে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি

প্রকাশিত: ১১:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

তাপসের আসনে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সদ্য নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেয়া ঢাকা-১০ আসনে এ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়নি। অন্য আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়লেও ঢাকা-১০ আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের কাউকে এ আসনে মনোনয়ন দেয়া হতে পারে এমন গুঞ্জনের কারণেই কেউ মনোনয়ন ফরম কিনছেন না বলে দলীয় সূত্রগুলো বলছে। পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী নির্বাচন করতে তিনদিন ধরে মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। সোমবার বিকেল চারটা পর্যন্ত একদিনে ফরম বিক্রি হয়েছে পাঁচটি। আর গত তিনদিনে মনোনয়ন ফরম বিক্রির সংখ্যা ১৭। তবে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেয়া হবে তা চূড়ান্ত করবেন দলের সংসদীয় বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ কারণে আগেভাগে মনোনয়ন ফরম কিনে বিব্রত বা বিরাগভাজন হতে চান না কেউই। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র প্রার্থী বাছাইয়ে সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি। এতে শুরুর দিনেই মনোনয়ন ফরম বিক্রি হয়েছে দুটি। আওয়ামী লীগ জানিয়েছে, গত তিনদিনে গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনের জন্য মোট ৯, বাগেরহাট-৪ এর জন্য চারজন, বগুড়া-১ এর জন্য দুজন এবং যশোর-৬ আসনের উপনির্বাচনের জন্য মোট দুজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে তিনদিন হয়ে গেলেও ঢাকা-১০ আসন থেকে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। ওই আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গত ডিসেম্বরের শেষদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হওয়ায় ওই আসন থেকে পদত্যাগ করেন। ফলে আসনটি শূন্য হয়ে যায়। আওয়ামী লীগের দফতর থেকে জানানো হয়, সোমবার পর্যন্ত বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নের আশায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম খান, উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান জনি এবং প্রবীর রঞ্জন হাওলাদার। গাইবান্ধা-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন- কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, ইয়াকুব উল আজাদ, মোঃ মাহমুদুল হক, এ কে এম মোকছুদ চৌধুরী, মফিজুল সরকার, মোঃ ফজলুল করিম, মোঃ ওমর ফারুক, আজিজার রহমান খান, গোপাল চন্দ্র বর্মন, মোছাম্মদ রোজিনা বেগম এবং তামান্না শারমিন।
×