ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রমোদতরী কিনলেন বিল গেটস

প্রকাশিত: ১১:১১, ১১ ফেব্রুয়ারি ২০২০

প্রমোদতরী কিনলেন বিল গেটস

বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি বিলাসবহুল একটি প্রমোদতরী কিনেছেন। যা চলবে তরল হাইড্রোজেনে। প্রমোদতরীটি ধোঁয়ার পরিবর্তে নির্গত করবে পানি। বিলাসবহুল ওই জলযানের মূল্য ৫০ কোটি পাউন্ড। এর আগে এ ধরনের তরল হাইড্রোজেনচালিত প্রমোদতরী দেখা যায়নি বিশ্বে। পাঁচতলা ওই প্রমোদতরী লম্বায় ৩৭০ ফুট। তাতে একসঙ্গে ১৪ জন অতিথি সফর করতে পারবেন। নাবিক দলে থাকবেন ৩১ জন। এছাড়াও প্রমোদতরীটিতে হেলিপ্যাড, স্পা, জিমনেশিয়াম, ইয়োগা স্টুডিও, বিউটি রুম, মাসাজ পার্লার ও সুইমিং পুল থাকবে। প্রমোদতরীটিতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করে বিদ্যুত তৈরি করে ব্যাটারি ও মোটর চালানো হবে। হাইড্রোজেন ও অক্সিজেনের সঠিক সমন্বয়ে মিশ্রণ করে কাজটি চলতে থাকবে। -গার্ডিয়ান
×