ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিম আমদানির অনুমতি দেয়া হবে না ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১১:১০, ১১ ফেব্রুয়ারি ২০২০

ডিম আমদানির অনুমতি দেয়া হবে না ॥ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ দেশে চাহিদানুযায়ী ডিমের পর্যাপ্ত উৎপাদন রয়েছে। বিদেশ থেকে ডিম আমদানি করলে দেশের পোল্ট্রি শিল্প ধ্বংসের মুখে পড়বে। তাই বিদেশ থেকে ডিম আমদানির অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। এই মুহূর্তে বিদেশ থেকে ডিম আমদানির কোন প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ই-সেবা কার্যক্রম চালুকরণ’ প্রকল্পের ই-কন্টেন্ট ও ভিডিও কন্টেন্ট নির্বাচন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব সুবোল বোস মনি, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার এবং মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থাপ্রধান উপস্থিত ছিলেন। চলতি মাসেই বিদেশ থেকে ডিম আমদানির বিষয়টি নিয়ে আলোচনায় আসে। তারই প্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী স্পষ্ট আমদানির অনুমতি দেয়া হবে না বলে জানান। জানা গেছে, বাংলাদেশ যখন ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রফতানির স্বপ্ন দেখছেন তখন চলতি মাসে ভারত থেকে ১০ কোটি ডিম আমদানির অনুমতি চাওয়ার খবর প্রকাশ হয়।
×