ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গান কবিতা আলোচনা সভায় আবৃত্তিশিল্পী নিশাত স্মরণ

প্রকাশিত: ১১:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

গান কবিতা আলোচনা সভায় আবৃত্তিশিল্পী নিশাত স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি কুড়িয়েছেন ইশরাত নিশাত। যুক্ত ছিলেন দেশ নাটক নাট্যদলের সঙ্গে। তার নির্দেশনায় ‘অরক্ষিতা’ নাটকটি প্রশংসিত হয়। অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনায় মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করেছেন। ১৯ জানুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই শিল্পীর অকাল প্রয়াণে শোকাতুর নাট্যাঙ্গন। ইশরাত নিশাত স্মরণে এক আলোচনাসভা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার সন্ধ্যায়। সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় নিশাতকে নিয়ে স্মৃতিচরণ করেন জোট সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ, আবৃত্তিশিল্পী আহকামউল্লাহ, অভিনেত্রী বন্যা মির্জা, নাট্যকার মাসুম রেজা ও সাংবাদিক মুন্নী সাহ। শিল্পী ড. শিউলী ভট্টাচার্যের বেহালা বাদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তিনি বেহালায় রবীন্দ্রনাথের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি বাজাতে থাকেন, একই সঙ্গে আলোচকদের সঙ্গে নিশাতের কাছের মানুষরা প্রদীপ প্রজ্বালন করেন। এরপর আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ আবৃত্তি করেন নিশাতকে নিয়ে কবি মহাদেব সাহার রচিত কবিতা ‘নিশাত তুমি আমাদের সাহস ছিলে’। পরে শুরু হয় আলোচনা। স্মৃতিচারণমূলক এ আলোচনায় উপস্থিত আলোচকরা বলেন, নিশাত আমাদের মাঝ থেকে চিরতরে চলে যাওয়ার পর থেকে আমরা এক শূন্যতায় ভুগছি। আমরা যারা তার সঙ্গে সব কিছু ভাগ করে নিয়েছি তাদেরই নিয়ে এ আয়োজন। নিশাতের চলে যাওয়া আমাদের জীবনে ছোট্ট একুট ছেদ পড়েছে। প্রচলিত অর্থে তারকা নন তিনি। কিন্তু নাটকের মানুষ ইশরাত নিশাত যেন ছিলেন তারকাদের তারকা। মহাতারকা। নইলে কেন তার চলে যাওয়ার খবর শুনে ঢাকার নাট্যকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের দেয়াল হয়ে ওঠে নিশাতময়। বাংলাদেশের থিয়েটার অঙ্গনে বিদ্রোহী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ইশরাত নিশাত। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তার কণ্ঠ ছিল সব সময় সোচ্চার। অসংখ্য নাটক, আবৃত্তি প্রযোজনায় মঞ্চ ও আলোক নির্দেশকের কাজ করে সংস্কৃতি অঙ্গনে তিনি নিজেকে করে তুলেছেন অনন্য। কাজের স্বার্থে অনেক সময় অনেক কিছু আমাদের আপোস করে চলতে হয়। অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও সত্য কথাটা বলতে পারি না। কিন্তু নিশাত কখনও আপোস করত না। তরুণ নাট্যশিল্পীদের নিশাতের মতো সাহসী হতে হবে। অনুষ্ঠানে ইশরাতের প্রিয় গান পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, রাহুল, ভাষা প্রমুখ।
×