ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অংশ নিচ্ছে দেড় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান

চট্টগ্রামে উদ্বোধনী দিনেই জমে উঠেছে বইমেলা

প্রকাশিত: ১১:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

চট্টগ্রামে উদ্বোধনী দিনেই জমে উঠেছে বইমেলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে সোমবার শুরু হয়েছে অমর একুশের বইমেলা ২০২০। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ মেলা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে এবারের মেলা জাতির পিতাকে নিবেদন করা হয়েছে। প্রথম দিনেই সাড়া ফেলেছে এবারের বইমেলা। পরিলক্ষিত হয় শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সী বইপ্রেমীদের ভিড়। জাতির জনক বঙ্গবন্ধুকে নিবেদিত চট্টগ্রামের এবারের একুশের বইমেলাকে আনন্দমুখর করতে সকল প্রস্তুতিই গ্রহণ করা হয়েছে। সঙ্গীতানুষ্ঠান, রবীন্দ্র ও নজরুল উৎসব, বসন্তবরণ উৎসব, কবিতা ও ছড়া উৎসব, তারুণ্যের উৎসব, আবৃত্তি উৎসব, বিতর্ক উৎসব, শিশু উৎসব, আন্তর্জাতিক উৎসব এবং আন্তর্জাতিক লেখক সম্মেলন ও পাঠক সমাবেশসহ নানা আয়োজনে ঠাসা থাকবে বইমেলা। এছাড়া থাকছে পেশাজীবী ও সাংবাদিক সমাবেশ, সাহিত্য আড্ডা, সাহিত্য-ইতিহাস-ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ এবং চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতা। বইমেলার মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। থাকবে চট্টগ্রামের আঞ্চলিক গান, নৌকা ও মরমী সঙ্গীত, নাটক মঞ্চায়ন, জাদু প্রদর্শন এবং নানা ধরনের অনুষ্ঠান। মেলাকে আকর্ষণীয় করার লক্ষ্যে গঠন করা হয়েছে চট্টগ্রামের সংস্কৃতিকর্মী ও সঙ্কৃতিমনা ব্যক্তিত্বদের নিয়ে বিভিন্ন উপ-পরিষদ। প্রতিদিনের আলোচনায় থাকবেন দেশ ও দেশের বাইরে থাকা প্রথিতযশা, কবি, লেখক, সাংবাদিক ও জনপ্রিয় শিল্পীরা। জাতীয় জীবনে যারা কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের এ মেলায় প্রদান করা হবে একুশে সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার। চট্টগ্রামের জ্ঞান ও মননের আকাক্সক্ষা পূরণে সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রামের নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠনের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বন্দরনগরীতে প্রতিবছর বড় আকারে একটি বইমেলা আয়োজনের। অতঃপর সহায়তার হাত প্রসারিত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২০১৯ সালে প্রথম আয়োজনই ব্যাপক সাড়া ফেলে। এবারের আয়োজন সংস্কৃতিপ্রেমী ও পাঠক মহলে আরও বেশি উচ্ছ্বাস সৃষ্টি করবে বলে আশাবাদী কর্পোরেশন। ১০ ফেব্রুয়ারি শুরু হওয়া এই বইমেলা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
×