ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এলিফ্যান্ট রোডে বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১১:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

এলিফ্যান্ট রোডে বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩৫ মিনিটে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, সোমবার বিকেল সোয়া ৩টার দিকে ১০০/১৭ নম্বর এলিফ্যান্ট রোডের ১৮ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিচতলার বৈদ্যুতিক বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনায় হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তদন্ত করে জানানো হবে বলে জানান তিনি।
×