ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ২৪তম স্প্যান বসছে আজ

প্রকাশিত: ১১:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

পদ্মা সেতুর ২৪তম স্প্যান বসছে আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর ২৪তম স্প্যান (সুপার স্ট্রাকচার) বসছে আজ মঙ্গলবার। ‘৫-এফ’ নম্বর স্প্যানটি সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর খুঁটির ওপর বসানো হবে। এ লক্ষে এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। এই স্প্যানটি অস্থায়ীভাবে সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানো আছে। মঙ্গলবার সকাল ৮টায় এটি ৩০ ও ৩১ নম্বর খুঁটির উদ্দেশে রওয়ানা হবে। সবকিছু ঠিক থাকলে দুপুর নাগাদ এই স্প্যানটি খুঁটির ওপর বসানো সম্ভব হবে। এর আগে সোমবার এটি বসানোর কথা থাকলে বসানো সম্ভব হয়নি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে আরও ২টি স্প্যান বসানো হবে। সর্বশেষ ২২ নম্বর স্প্যান বসানো হয় ২ ফেব্রুয়ারি। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুতে থাকবে মোট ৪২ খুঁটি। এর মধ্যে ৩৭ খুঁটি সম্পন্ন হয়েছে। বাকি ৫ খুঁটির কাজ দ্রুত এগিয়ে চলছে। শীঘ্রই পিয়ার-২৬ এর সাতটি পাইলে রিবার ইন্সটল ও কংক্রিটিং করা হবে। পিয়ার-৮, ১০ এবং ১১ এর কাজ শেষ পর্যায়ে। সেতুতে মোট ৪১ স্প্যান বসবে। যার মধ্যে ৩৭ বাংলাদেশে এসে পৌঁছেছে। এর মধ্যে ২৩ স্প্যান খুঁটির ওপর বসে গেছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।
×