ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কানাডার বিনিয়োগ চাইলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:০২, ১১ ফেব্রুয়ারি ২০২০

কানাডার বিনিয়োগ চাইলেন বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষিভিত্তিক পণ্যসামগ্রী উৎপাদনে কানাডার বিনিয়োগ চাইলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের কৃষি অর্থনীতি ও বাণিজ্যর পরিমাণ দিন দিন বাড়ছে। আর তাই উন্নয়ন অংশীদার হিসেবে কানাডা এদেশে বিনিয়োগ করতে পারে। সোমবার সচিবালয়ের নিজ কার্যালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কানাডার সাসকাচেওয়ান প্রদেশের কৃষিমন্ত্রী মি. ড্যাভিড মারিটের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাত করতে আসেন। ওই সময় তিনি বলেন, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। কৃষিসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করা সম্ভব। কৃষিক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য দুইটি এমওউ স্বাক্ষর করছে কানাডা। তিনি বলেন, কানাডায় প্রচুর ক্যালোনা উৎপাদন হয়। ক্যালোনা তেল বেশ জনপ্রিয়। বাংলাদেশ এগুলো আমদানি করে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে অন্যদেশে রফতানি করতে পারে। ওই সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কানাডা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের পোশাক রফতানি হচ্ছে কানাডায়। এছাড়া বাংলাদেশের একটি উল্লেখযোগ্যসংখ্যক ছাত্রছাত্রী প্রতিবছর ওই দেশে পড়ালেখার উদ্দেশে যাচ্ছে। এ কারণে কানাডার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা সম্ভব। কিন্তু দুঃখজনক হলেও সত্য কানাডার ব্যবসায়ীদের বাংলাদেশের সক্ষমতা ও পণ্য সম্পর্কে তেমন কোন ধারণা নেই। উভয় দেশের ব্যবসায়িক সফর ও তথ্য আদান প্রদানের বিনিময়ের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব।
×