ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর ৩৪ দিন

প্রকাশিত: ১০:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২০

আর ৩৪ দিন

স্টাফ রিপোর্টার ॥ দেশের নানা স্থানে স্থাপিত ডিজিটাল ঘড়ির মাধ্যমে চলছে ক্ষণগণনা। বাকি আর ৩৪ দিন। আসছে ১৭ মার্চ সেই বিশেষ দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জাতীয় পর্যায়সহ দেশ-বিদেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে উদ্্যাপিত হবে মুজিববর্ষ। সরকারী-বেসরকারী আয়োজনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও উদ্যাপিত হবে জাতির পিতার জন্মশতবর্ষ। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর সরকারী-বেসরকারী উদ্যোগে নেয়া হয়েছে বছরব্যাপী বিশাল কর্মসূচী। আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী নানা আয়োজনে উদ্্যাপিত হবে জাতির পিতার জন্মশতবার্ষিকী। মুজিববর্ষ সামনে রেখে দুর্যোগপ্রবণ এলাকায় পরিবার পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে তিন লাখ পারিবারিক সাইলো (মটকা) তৈরি ও বিতরণ করবে সরকার। সাইলো বা খাদ্য গুদামসংক্রান্ত এ পরিকল্পনার বাস্তবায়নে ইতোমধ্যে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, মুজিববর্ষকে সামনে রেখে অনেক উদ্যোগই গ্রহণ করেছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে ডিজিটাল পদ্ধতিতে খাদ্য মজুদ ও বাজার মনিটরিং কার্যক্রম বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে খাদ্যের মজুদ, সংরক্ষণ ও বাজার মনিটরিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে খাদ্য অধিদফতরের সাইলো, বিভিন্ন পর্যায়ের দফতরসহ এক হাজার ৬৪০টি স্থাপনায় আইসিটি যন্ত্রপাতি স্থাপন করা হবে। খাদ্য অধিদফতর থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ ১৫টি স্থাপনায় ডিজিটাল ট্রাক ওয়েট ব্রিজ স্থাপনের কাজ শেষ হয়েছে। আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় ছয়টি বিভাগীয় শহর বরিশাল, খুলনা, সিলেট, রংপুর ও রাজশাহীতে একটি করে মোট ছয়টি ফুড টেস্টিং ল্যাবরেটরি নির্মাণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। রাজশাহী ছাড়া অন্য পাঁচটি বিভাগীয় শহরে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। খাদ্য অধিদফতর পরিচালিত সাইলোগুলোর কার্যকরী ধারণক্ষমতা বজায় রাখার লক্ষ্যে মেরামত ও সংস্কারমূলক উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ বিষয়ে খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ জানান, সাইলোর কাজ চলছে। প্রজেক্টের মেয়াদ বাড়িয়ে আগামী এক দেড় বছরের মধ্যেই শেষ হবে। আরও ২০০ সাইলো হবে। যেগুলো হবে পাঁচ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন। মুজিববর্ষকে সামনে রেখেই এর প্রাথমিক কাজ শেষ করা হবে। এরপর মূল কাজটা শুরু হবে।
×