ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তেল ফুরিয়ে যাওয়ায়

প্রকাশিত: ০৯:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২০

তেল ফুরিয়ে যাওয়ায়

জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ায় সময়মতো সভাস্থলে পৌঁছাতে পারেননি জো বাইডেন। নিউ হ্যাম্পশায়ারে রেক্স থিয়েটারের নির্ধারিত সমাবেশ রবিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী বাইডেন ৪৫ মিনিট বিলম্বে পৌঁছেন। তার গাড়ির জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। উপস্থিত কর্মী সমর্থকরা ‘উই ওয়ান্ট জো’ বলে চিৎকার শুরু করে দেয়। বাইডেন এর আগে ২০০৮ সালে নমিনেশন প্রতিযোগিতায় নেমেছিলেন। -গ্লোব এ্যান্ড মেইল পাঁচ ঘণ্টার কম সময়ে ব্রিটিশ এয়ার ওয়েজের একটি যাত্রীবাহী প্লেন ৪ ঘণ্টা ৫৬ মিনিটে আটলান্টিক মহাসাগর অতিক্রম করেছে। প্লেনটি নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে রবিবার সকালে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে অবতরণ করে। এটি বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড। এই গতিকে সাবসোনিক বলা হয়ে থাকে। এটি শব্দের চেয়ে কম গতিবেগ সম্পন্ন হলেও এর গতি প্রায় শব্দের কাছাকাছি। আটলান্টিক এপার ওপার ফ্লাইট সম্পন্ন হতে সাধারণত ছয় ঘণ্টা সময় লাগে। -এপি
×