ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা ॥ ক্ষতির মুখে ভারতের পর্যটন শিল্প

প্রকাশিত: ০৯:১২, ১১ ফেব্রুয়ারি ২০২০

করোনা ॥ ক্ষতির মুখে ভারতের পর্যটন শিল্প

ভারতীয় পর্যটন প্রতিষ্ঠানগুলো বলেছে, করোনাভাইরাসের কারণে তাদের প্রায় ৫০ কোটি ডলারের ক্ষতি হতে পারে। চীন ও অন্যান্য দেশের পর্যটকদের ভারত ভ্রমণ বাতিলের কারণে তাদের এ ক্ষতির সম্মুুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ ভাইরাসের প্রকোপ এ বছরজুড়ে অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ চারগুণ দাঁড়াতে পারে। দেশের এয়ার ইন্ডিয়া পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত চীন ও হংকংয়ে ফ্লাইট বাতিল করেছে। বেসরকারী প্রতিষ্ঠান ইন্ডিগো ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এর সকল ফ্লাইট স্থগিত করেছে। ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্মের ভাইস প্রেসিডেন্ট ই এম নাজিব বলেছেন, হাজার হাজার বুকিং বাতিল হয়ে গেছে। পর্যটন শিল্পে তাই চলছে এক পিকনিক পরিবেশ। তিনি বলেন, স্থানীয় পর্যটকদের মতো বিদেশী পর্যটকরা দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরলেয় সফর বাতিল করেছেন। রাজ্যে করোনাভাইরাসে ৩ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর রাজ্য কর্তৃপক্ষ জরুরী অবস্থা ঘোষণা করেছে। জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ হাজারের বেশি চীনা পর্যটক ভারত ভ্রমণ করবেন বলে প্রত্যাশা ছিল এবং এদের বেশির ভাগই বুকিং বাতিল করেছেন। -রয়টার্স
×