ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় দাবানলের পর এবার বন্যা

প্রকাশিত: ০৯:১০, ১১ ফেব্রুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ায় দাবানলের পর এবার বন্যা

অস্ট্রেলিয়ার সিডনি শহরে ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। এতে সড়ক, রেল ও ফেরি যোগাযোগ বিঘিœত হয়ে ভ্রমণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং কয়েক হাজার লোক ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। নিউ সাউথ ওয়েলসের দুটি বড় দাবানলসহ ৩০টির বেশি দাবানল নিভিয়ে দিয়েছে। এখন ওই রাজ্যে মাত্র ১৭টি দাবানল জ্বলছে। গত কয়েক দিনে ৩৯১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, প্রবল এ বৃষ্টিপাতের কারণে মারাত্মক হড়কা বানের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় এক লাখ বাড়ি বিদ্যুতবিহীন হয়ে পড়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে সোমবার সকালে সিডনির রেল ও ফেরি চলাচল বিঘিœত হয়েছে। সিডনির প্রধান স্টেশনের কয়েকটি প্ল্যাটফর্ম পানিতে তলিয়ে গেছে। শহরটির বহু স্কুল বন্ধ রাখা হয়েছে। এই বিশৃঙ্খলা এড়াতে সোমবার সিডনিবাসীদের কাজে না গিয়ে বাড়িতে থাকার পরামর্শ দেয় জরুরী সেবা বিভাগগুলো। রাজ্যের দুর্যোগমন্ত্রী ডেভিড এলিয়ট সতর্কবার্তাগুলো গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য সিডনিবাসীদের অনুরোধ করেছেন। শহরটির নিম্নাঞ্চলে বসবাসরত কয়েক হাজার লোককে তাদের ঘরবাড়ি ছাড়তে অথবা ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। -বিবিসি
×