ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বার্সেলোনার পরাজয়ে শীর্ষে রিয়াল

প্রকাশিত: ২৩:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২০

বার্সেলোনার পরাজয়ে শীর্ষে রিয়াল

অনলাইন ডেস্ক ॥ অ্যাটলেটিকো বিলবাওয়ের কাছে বার্সেলোনার পরাজয়ের পর থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এই শীর্ষস্থান ধরে রাখতে তাদের এখন প্রয়োজন শুধু নিজেদের সব ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পাওয়া। সে মিশনে কোনো ভুল করছে না জিনেদিন জিদানের দল। রোববার ওসাসুনার বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। চলতি লিগে এটি তাদের টানা পঞ্চম জয়। জয়ের ব্যবধানটা বেশ বড় হলেও, প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে রিয়ালের শুরুটা ছিলো হতাশাজনক। ম্যাচের মাত্র ১৪ মিনিটেই উনাই গার্সিয়ার গোলে এগিয়ে যায় ওসাসুনা। যা খানিক ব্যাকফুটে ঠেলে দেয় রিয়ালকে। তবে প্রথমার্ধেই জোড়া গোল করে লিড নিয়ে নেন ইসকো অ্যালার্কন-সার্জিও রামোসরা। রিয়ালের প্রথম গোলটা করেন ইসকো, ৩৩ মিনিটের সময় লক্ষ্যভেদ করেন তিনি। এর মিনিট পাঁচেক পর দলকে এগিয়ে দেন অধিনায়ক রামোস। দ্বিতীয়ার্ধে ফিরে গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। ম্যাচের শেষদিকে গিয়ে, ৮৪ মিনিটের সময় স্কোরশিটে নাম তোলেন লুকাস ভাসকুয়েজ। আর অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ওসাসুনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন লুকা জোভিচ। এ জয়ের পর ২৩ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রতে রিয়ালের সংগ্রহ ৫২ পয়েন্ট। সমান ম্যাচ খেলে দুই নম্বরে থাকা বার্সেলোনার সংগ্রহ ৪৯।
×