ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কর্মশালায় মন্ত্রী তাজুল ইসলাম

স্থানীয় নির্বাচনে ক্লিন ইমেজের ব্যক্তিকে বেছে নিন

প্রকাশিত: ১০:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২০

স্থানীয় নির্বাচনে ক্লিন ইমেজের ব্যক্তিকে বেছে নিন

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক সেবা বৃদ্ধির মাধ্যমে ইউনিয়ন পরিষদকে শতভাগ কার্যকর করতে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছ ও ক্লিন ইমেজের ব্যক্তিকে বেছে নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের আয়বর্ধনের পথ খুঁজতে আরও বেশি জনসম্পৃক্ততা বাড়াতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি। রবিবার কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর মিলনায়তনে ‘ইউনিয়ন পরিষদকে অধিকতর কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে করণীয় নির্ধারণ : বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদেরের সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ বক্তব্য দেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মরন কুমার, যুগ্মসচিব মোখলেসুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমানসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় আট বিভাগ থেকে মোট ১৬ ইউপি চেয়ারম্যান, আট বিভাগের আট ইউপি সদস্য, আট বিভাগের আট ইউপি সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এলজিইডি মন্ত্রী বলেন, শুধু বিশাল জনগোষ্ঠীকে শক্তি ও সম্পদে পরিণত করার মাধ্যমে নতুন নতুন আয়বর্ধক উদ্ভাবনীর মাধ্যমেই ইউনিয়ন পরিষদকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের শতভাগ কিভাবে বাস্তবায়ন করা যায় তার ওপর জনপ্রতিনিধিদের বিশেষ জোর দিতে হবে। তিনি বলেন, এলাকার উন্নয়নে একটি ইউনিয়নের নির্বাচিত সব সদস্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। তাদের মতামত অনুযায়ী কাজ করলেই কেবল কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। তাজুল ইসলাম বলেন, মানুষের মনে জায়গা পেতে নাগরিকদের সেবা দিয়ে সম্মানের স্থান অর্জন করতে হবে। আপনার সেবার কারণেই মানুষ আপনাদের সম্মান করতে চাইবে। কোন প্রকার উন্নয়ন বা সেবামূলক কাজ না করে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, ভয়ভীতি দেখিয়ে জনপ্রতিনিধি হওয়া যায় না। সমাজ পরিবর্তনের জন্য শিক্ষিত ও সম্মানী লোকদের এগিয়ে আসতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের আয় বাড়াতে উদ্যোগ নিন।
×